Kawasaki Ninja 500 মডেলটি শেষবার EICMA 2023 এ দেখা গিয়েছিল। এবার Kawasaki India -র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই বাইকের টিজার পোস্ট করার কারণে, আবার চর্চায় উঠে এসেছে Kawasaki Ninja 500। অনুমান করা হচ্ছে, খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এই বাইক। বাইকটি মার্কেটে আসার আগেই জেনে নিন বিস্তারিত।
Kawasaki Ninja 500 বাইকে 451 cc, liquid cooled, Parallel twin ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 9,000 rpm এ 45.4 bhp শক্তি ও 6,000 rpm এ 42.6 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিন Kawasaki Ninja 400 এর অনুসরণে যুক্ত করা হয়েছে। তবে এতে দীর্ঘ স্ট্রোক রয়েছে। এছাড়া এতে Slip ও assist clutch সহ 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। Kawasaki Ninja 500 এ Telescopic fork ও Adjustable monoshock রয়েছে। এর সিটের উচ্চতা 785 mm। এই বাইকে রয়েছে 14 লিটারের ট্যাংক। এটি সম্পূর্ণ brimmed। Kawasaki Ninja 500 বাইকটির ওজন 171 কেজি। এটি RS 457 আর RC 390 মডেলের তুলনায় হালকা। এই দুটি মডেলের ওজন যথাক্রমে 175 কেজি আর 172 কেজি।
আরো পড়ুন: Kawasaki Versys X 300 প্রথম লুক ফাঁস। কবে হচ্ছে লঞ্চ জেনে নিন
বাইকের টিজারে Kawasaki Ninja 500 SE মডেলটি দেখানো হয়েছে। এই ভেরিয়েন্টে 5 ইঞ্চি TFT ড্যাস রয়েছে। এতে রয়েছে Bluetooth connectivity, Turn by Turn Navigation, Keyless Ignition ইত্যাদি সুবিধা। এছাড়া এই বাইকের সামনে রয়েছে Twin LED headlamp আর LED tail lamp। এই মডেলের প্রতিদ্বন্দ্বী হবে- BMW G 310 RR, Aprilia RS 457, Yamaha R3 আর KTM RC 390। এই বাইকগুলির এক্স শোরুম দাম যথাক্রমে- 3.05 লাখ, 4.10 লাখ, 4.65 লাখ আর 3.18 লাখ।