Bike Loan

বাজারে আগুন লাগাবে এই বাইক! তরুণ প্রজন্মের মন জিততে চলে এসেছে Bajaj Pulsar N150

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-n150-price-in-india

ভারতীয় বাজারে বিভিন্ন কোম্পানির টু-হুইলারের দেখা মেলে। এগুলির মধ্যে থেকে অন্যতম হল KTM। এবার KTM কে টক্কর দিতে আসছে Bajaj Pulsar N150। কয়েক দশক ধরে ভারতীয় টু-হুইলার সেক্টরে রাজত্ব করছে Bajaj Motors। এই সেগমেন্টে Bajaj Motors এর তরফ থেকে বেশকিছু আকর্ষণীয় মডেল লঞ্চ হয়েছে। এবার স্টাইলিশ লুক আর শক্তিশালী ইঞ্জিন দিয়ে ভারতীয় তরুণ প্রজন্মের মন জিততে চলে এসেছে Bajaj Pulsar N150। জেনে নিন বিস্তারিত।

   

Bajaj Pulsar N150 বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স

Bajaj Pulsar N150 বাইকে 149.6 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।‌ যা 8,500 rpm-এ সর্বাধিক 14.5 BHP ও 6,000 rpm -এ 13.5 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে এই বাইকে রয়েছে 5 স্পীড গিয়ারবক্স। কোম্পানি দাবি করছে, Bajaj Pulsar N150 বাইক প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দেবে।

Bajaj Pulsar N150-র আকর্ষণীয় লুক

বর্তমান যুগে বাইকের ফিচার আর ইঞ্জিনের পাশাপাশি লুকও ম্যাটার করে। Bajaj Pulsar N150-এ রয়েছে নজরকাড়া ডিজাইন। বেশ খানিকটা Bajaj Pulsar N160 -র মতো লুক রাখা হয়েছে এই মডেলের। এতে ফিউচারিস্টিক লুকের হেডল্যাম্প দেখতে পেয়ে যাবেন আপনারা। এর মাঝে LED প্রোজেক্টর ও LED DRLs লাগানো রয়েছে। এতে আপনারা অ্যানালগ ট্রিপ মিটার, ওডোমিটার, স্পিডোমিটার ও টেকোমিটারের সুবিধা পেয়ে যাবেন।

আরো পড়ুন: 212 কিমি রেঞ্জ তাও আবার 40 হাজারে! Simple One স্কুটার নিয়ে হইচই বাজারে, আর কি ফিচারস?

Bajaj Pulsar N150-র অ্যাডভান্স ফিচার্স

Bajaj Pulsar N150 বাইকে বেশকিছু অ্যাডভান্স ফিচার যুক্ত করেছে কোম্পানি। এতে সেমি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল ক্লাস্টার আর অ্যানালগ মিটার রয়েছে। এছাড়া ফুয়েল গেজ, সার্ভিস ইন্ডিকেটর, স্ট্যান্ড অ্যালার্ট, গিয়ার পজিশন দেখার সুবিধা রয়েছে। এতে সিঙ্গেল চ্যানেল ABS আর সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর রয়েছে। আমরা যদি এই বাইকের দামের কথা বলি, তাহলে এই বাইকের দাম 1,80,000 টাকার মধ্যে বলা চলে।