Bike Loan

ওজনে হালকা রেঞ্জ মাখনের মতো! আশ্চর্য লুকে ময়দান কাঁপাতে হাজির ওলার নতুন মডেল Ola S1

Aindrila Dhani

Published on:

ola-s1-electric-scooter-2024

Ola S1 একটি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার। আধুনিক শিল্পে উদ্ভাবন ও প্রযুক্তির প্রতিক স্বরূপ এই ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক স্কুটার সেগমেন্টের আমূল পরিবর্তন ঘটিয়েছিল Ola S1। আসুন জেনে নিন বিস্তারিত।

Ola S1 এর ডিজাইন বেশি আকর্ষণীয় ও আধুনিক। যেকোনো বয়সের মানুষ এই ইলেকট্রিক স্কুটার চালাতে পারবেন। এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার। শহুরে রাস্তায় চালানোর জন্য এটি একটি দারুণ কমিউটার টু-হুইলার। এই ইলেকট্রিক স্কুটারের পারফরম্যান্স ও রেঞ্জ সম্পর্কে জেনে নিন।

   

Ola S1 মডেলের পারফরমেন্স ও রেঞ্জ

Ola S1 ইলেকট্রিক স্কুটারে শক্তিশালী মোটর রয়েছে। যা সর্বোচ্চ 8.5 kW পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 115 কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারে রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 121 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। প্রাত্যহিক জীবনে দূরের গন্তব্যে যাওয়ার জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন। এই ইলেকট্রিক স্কুটারের সাথে আপনারা ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। মাত্র 18 মিনিটেই 50 শতাংশ চার্জ হয়ে যাবে Ola S1।

Ola S1-র ফিচার

এই ইলেকট্রিক স্কুটারে টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। যা আপনাদের ব্যাটারি স্ট্যাটাস, ভেহিকেল ডায়গনস্টিক ও নেভিগেশনের মতো ফিচার দিয়ে থাকে। এছাড়া এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। আপনারা এর সাহায্যে মিউজিক প্লেব্যাক আর কল নোটিফিকেশনের মতো সুবিধা পেয়ে যাবেন। Ola S1 আপনাদের স্মুদ ও আরামদায়ক রাইডিং-এর অভিজ্ঞতা দিয়ে থাকে। এই ইলেকট্রিক স্কুটারের সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছন দিকে রয়েছে এডজাস্টেবল সাসপেনশন।

আরো পড়ুন: স্কুটার থেকে অটো! এবার 3 চাকার আজব স্কুটার নিয়ে হাজির Hero, এক চার্জে 150 কিমি রেঞ্জ

শহুরে রাস্তায় চালানোর জন্য সমস্ত সুরক্ষার খেয়াল রেখেছে কোম্পানি। এই ইলেকট্রিক স্কুটারের সামনের আর পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া এতে রয়েছে অ্যান্টি থেফ্ট অ্যালার্ম ও রিমোট কী-লেস স্টার্টের মতো সিকিউরিটি ফিচার্স।

Ola S1 এর দাম কত?

Ola S1 ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য 99 হাজার 999 টাকা। এটি আপনারা এখন প্রি-বুকিং করতে পারবেন।