Bike Loan

Yamaha Tricera: দু-চাকার বাইক অতীত, রাস্তা দাপাচ্ছে ইয়ামাহার নতুন তিন চাকার বাইক! দাম কত?

Aindrila Dhani

Published on:

yamaha-tricera-price-in-india

Yamaha Tricera: জাপানের বিখ্যাত টু-হুইলার নির্মাতা কোম্পানি Yamaha খুব শীঘ্রই তিন চাকার বাইক লঞ্চ করতে চলেছে। ভারতের রাস্তায় এই কোম্পানির বেশ কিছু বাইক আপনারা দেখতে পেয়ে যাবেন। ইতিমধ্যে ভারতীয় যুবকদের মধ্যে Yamaha-র বাইকের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বাজেট ফ্রেন্ডলি দামে দুর্দান্ত ফিচার সহ স্পোর্টি লুকের বাইক লঞ্চ করার জন্য বিখ্যাত Yamaha।

   

এবার Yamaha নতুন ধরনের বাইক লঞ্চ করতে চলেছে। এমন বাইক এর আগে কোনো কোম্পানি ভারতীয় বাজারে লঞ্চ করেনি। Yamaha ভারতীয় বাজারে তিন চাকার বাইক লঞ্চ করতে চলেছে। এটি Yamaha Tricera নামে ভারতীয় বাজারে লঞ্চ হবে। বাজারে উপলব্ধ অন্যান্য বাইকের তুলনায় বেশ খানিকটা আলাদা হবে Yamaha Tricera। এতে থাকবে তিনটি চাকা। পারফরম্যান্সের দিক থেকে Enfield কে হার মানিয়ে দেবে Yamaha Tricera। জেনে নিন বিস্তারিত।

তিন চাকার নতুন বাইক- Yamaha Tricera

আমরা আগেই বলেছি Yamaha Tricera তিন চাকায় চলবে। এটি কিন্তু পেট্রোল চালিত বাইক হবে না। এটি একটি ইলেকট্রিক বাইক। রাইডারদের সুবিধার জন্য এমন নতুন ধরনের মডেল বাজারে আনার পরিকল্পনা করছে Yamaha। এই মডেল সবার প্রথমে কোম্পানি জাপানের অটো এক্সপো-তে সামনে এনেছিল। তারপর থেকেই Yamaha Tricera নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে।

আরো পড়ুন: Aprilia কে করা টক্কর দিতে নতুন স্পোর্টস বাইক! দুর্ধর্ষ লুকে হাজির CFMoto 450SR S

এই বাইকের সামনের ও পিছনের দিকের চাকা সমানভাবে ঘুরবে‌। টার্নিং পয়েন্টে খুব সহজেই বাঁক নিতে পারবেন চালক। এছাড়া এতে হুইল স্ট্রিং দেওয়া হয়েছে। যার ফলে আপানারা Yamaha Tricera বাইকটিকে গাড়ির মতো অপারেট করতে পারবেন। অবশ্য এখনও পর্যন্ত বাইকটির লঞ্চের তারিখ ও দাম ঘোষণা করা হয়নি।