Bike Loan

2024 Honda Africa Twin line up : চলে এল Honda-র নয়া অ্যাডভেঞ্চার বাইক, দুরন্ত লুকের সঙ্গে ভরপুর চমক, দেখুন দাম

2024-honda-africa-twin-line-up-launched

Honda লঞ্চ করেছে তাদের 2024 Honda Africa twin line up। এই লাইন আপে রয়েছে দুটি মডেল- Africa twin adventure sport ES ও Standard Africa twin। এই দুটি মডেলে একাধিক আপগ্রেড করা হয়েছে। আফ্রিকান টুইন মোটরসাইকেলের রেঞ্জ অফ-রোড কেপেবিলিটির জন্য গ্রাহকদের বেশ পছন্দের। ভারতীয় গ্রাহকরা এই দুটি মডেলের আপডেটেড ভার্সনের অপেক্ষায় রয়েছে।

2024 Honda Africa Twin মোটরসাইকেল ইঞ্জিন

2024 Honda Africa Twin মোটরসাইকেলে 1,048 cc, Unicam, 4 Valve, liquid cooled parallel twin cylinder ইঞ্জিন রয়েছে। এই নতুন আপডেটেড ভার্সনে ইনটেক ও এক্সজস্ট সিস্টেম যুক্ত করা হয়েছে। এছাড়া এই মডেলের কম্প্রেশন রেশিও বৃদ্ধি করা হয়েছে। আপডেটেড ভার্সনের কম্প্রেশন রেশিও 10.5:1। এই মডেলে ফুয়েল ইনজেকশন ম্যাপ আপডেট করা হয়েছে। যার ফলে টর্কের পরিমাণ 7 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মোটরসাইকেলের ইঞ্জিন 7,500 rpm -এ 98 bhp শক্তি ও 5,500 rpm -এ 112 Nm টর্ক উৎপাদন করে থাকে।

   

2024 Honda Africa Twin মোটরসাইকেলের নতুন আপডেট

এই মোটরসাইকেলের উইন্ডশিল্ডের উচ্চতা, Knuckle guard, ফেয়ারিং ইত্যাদি আপডেট করা হয়েছে। এই মডেল আপনারা নতুন রং ও গ্রাফিক্সে পেয়ে যাবেন।

আরো পড়ুনলিটারে 70 কিলোমিটার মাইলেজ, দাম মাত্র 17,000! জলের দরে পাওয়া যাবে TVS Sport

2024 Honda Africa Twin মোটরসাইকেলের অন্যান্য তথ্য

2024 Honda Africa Twin Adventure Sports ES মডেলের সামনে 19 ইঞ্চির চাকা আর 110/80 টিউবলেস টায়ার রয়েছে। অপরদিকে 2024 Honda Standard Africa Twin মডেলের সামনে 21 ইঞ্চির চাকা ও 90/90 টিউবলেস টায়ার রয়েছে। 2024 Honda Africa Twin Adventure Sports ES মডেলে ক্রুশ কন্ট্রোল, ইলেকট্রনিক্স সাসপেনশন, কালো রংয়ের 45 মিলিমিটারের USD ফ্রন্ট ফর্কস, হিটেড গ্রিপস ইত্যাদি রয়েছে। এই মডেলটি কিনলে আপনারা প্রিমিয়াম এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

2024 Honda Africa Twin মডেলের দাম

2024 Honda Africa Twin Standard ভেরিয়েন্টের ম্যানুয়াল গিয়ার বক্স মডেলের দাম JPY 1,639,000 অর্থাৎ প্রায় 9 লাখ টাকা। আর DCT ভেরিয়েন্টের দাম JPY 1,747,000 অর্থাৎ প্রায় 9.6 লাখ টাকা। অপরদিকে 2024 Honda Africa Twin Adventure Sports ES মডেলের ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম JPY 1,947,000 অর্থাৎ 10.7 লাখ টাকা। DCT ভেরিয়েন্টের দাম JPY 2,057,000 অর্থাৎ প্রায় 11.3 লাখ টাকা।