Motovolt M7 Electric Scooter: Motovolt Mobility Private Limited ভারতের ইলেকট্রিক টু-হুইলার ইন্ডাস্ট্রির এক স্বনামধন্য নাম। এই কোম্পানির ফাউন্ডার তুষার চৌধুরী। তিনি অটোমেটিভ সেক্টরের সাথে 15 বছরের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। কলকাতায় এই কোম্পানির State of the art ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে। এখানে Motovolt কোম্পানির ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচার করার কাজ চলে। গোটা দেশজুড়ে এই কোম্পানির মজবুত নেটওয়ার্ক রয়েছে। দেশের বহু শহরে এই কোম্পানির ডিলার আর সার্ভিস সেন্টার রয়েছে।
গ্রাহকদের ভালো পরিষেবা দেওয়ার জন্য সদা তৎপর Motovolt। এই কোম্পানির একটি বিখ্যাত ইলেকট্রিক স্কুটার হল M7। স্কুটারের স্থায়িত্বের দিকে নজর রেখে Motovolt M7 -এর ডিজাইন প্রস্তুত করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে খুব কম পরিমাণে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে।
এতে আপনারা মডিউলার ডিজাইন দেখতে পাবেন। এই ডিজাইনের কারণে চালকদের যাতায়াতে সুবিধা হয়। এটি আকর্ষণীয় করে তোলার জন্য স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। এতে আপনারা Blue Jay, Dove White, Galaxy Red, Canary Yellow, Lightening Grey ও Puma Black রং পেয়ে যাবেন।
Motovolt M7 ইলেক্ট্রিক বাইকের ফিছারস
Motovolt M7 মডেলে শক্তিশালী 3 kWh ব্যাটারি ইউনিট দেওয়া হয়েছে। এই ব্যাটারিতে Advanced LFP cell chemistry ব্যবহার করে। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ক্যাপাসিটি 1,000 চার্জ সাইকেলের বেশি। দীর্ঘ সময় ধরে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। এই ইলেকট্রিক স্কুটারটির IDC রেঞ্জ 166 কিলোমিটার। এই স্কুটারে ব্যাটারি Swapping টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুন: বাজার কাঁপাতে এসে গেল নতুন Kawasaki Z900 2024! মিলবে দারুণ পাওয়ার সঙ্গে একাধিক দুর্দান্ত ফিচার
Motovolt M7 ইলেক্ট্রিক বাইকের দাম
এবার আমরা কথা বলব Motovolt M7 ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে। এই মডেলটির দাম 1 লাখ 22 হাজার টাকা। তবে আপনারা 999 টাকা দিয়ে বুক করতে পারবেন। এছাড়াও FAME স্কিমের আওতায় আপনারা সাবসিডি পেয়ে যেতে পারেন। যার ফলে এর কস্ট 20 শতাংশ পর্যন্ত কম করা যাবে। এই ইলেকট্রিক স্কুটারে ও ব্যাটারিতে 3 বছর অথবা 50 হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে।