Royal Enfield Classic 650: Royal Enfield তাদের পোর্টফোলিও বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। এই কোম্পানি খুব শীঘ্রই Shotgun 650 ভারতীয় বাজারে আনতে চলেছে। Shotgun 650 সহ Royal Enfield তার লাইন আপে মোট চারটি 650cc মোটরসাইকেল যুক্ত করবে। এতেই কিন্তু শেষ নেই। Royal Enfield তাদের নতুন মডেল Classic 650 নিয়েও কাজ করছে। এই লাইন আপের 650cc মডেলের মধ্যে থেকে সব থেকে সস্তা বাইক হতে চলেছে Classic 650।
Royal Enfield Classic 650 মডেলের বেশ কয়েকটি স্পাই শট সামনে এসেছে। Super Meteor 650 বাইকের মতো একই chassis থাকবে Classic 650 তে। তবে একাধিক পার্থক্যও দেখা যাবে এই দুটি বাইকের মধ্যে। Classic 650 মডেলে একদম সাধারণ Chrome ফিনিশের ইঞ্জিন কেস দেওয়া হয়েছে। Continental GT 650 আর Interceptor 650 মডেলে ইতিমধ্যে Chrome ফিনিশের ইঞ্জিন কেস রয়েছে। Royal Enfield Classic 650 মডেলের সামনে Telescopic fork আর পিছনে Twin shock absorber ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুন: বিশাল রেঞ্জ! এক চার্জে 100 Km, এসে গেল Komaki Flora ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র 69000 টাকা
Shotgun 650 মডেলের মতো Classic 650 বাইকের লুক। এই মডেলটির সাথে Meteor 650 মডেলেরও বেশ কিছু মিল দেখতে পারবেন। তবে এই দুটি মডেলের number plate আর tail lamp ভিন্ন ধরনের রাখা হয়েছে। এই বাইকের সামনে LED headlamp দেওয়া হয়েছে। এই বাইকে টিউব টায়ার সহ চাকা রয়েছে। এই মডেলের ইঞ্জিন গার্ড Super Meteor 650 মডেলের মতো রাখা হয়েছে। তবে সিট Shotgun 650 বাইকের মত।
এই বাইকের সামনে ও পেছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এই বাইকে রয়েছে dual channel anti lock braking system। এই বাইকের চাকা একেবারে ভিন্ন হতে পারে বলেই শোনা যাচ্ছে। এই সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।