Tork Kratos R Electric Motorcycle: Tork Motors তাদের Kratos R ইলেকট্রিক মোটরসাইকেলের ওপর 37 হাজার 500 টাকার ডিসকাউন্ট ঘোষণা করেছে। এই মডেলের এক্স শোরুম মূল্য 1 লাখ 80 হাজার টাকা। ডিসকাউন্টের পর 1 লাখ 50 হাজার টাকায় এটি আপনারা পেয়ে যাবেন। এই ডিসকাউন্ট কিন্তু সীমিত সময়ের জন্য প্রযোজ্য। জেনে নিন Kratos R ইলেকট্রিক মোটরসাইকেলের বিষয়ে।
Tork Motors Kratos R Electric Motorcycle-র ইঞ্জিন এবং মাইলেজ
এই মডেলে 4 kWh lithium-ion ব্যাটারি প্যাক রয়েছে। এই ব্যাটারির সাথে 9 kW axial flux মোটর যুক্ত রয়েছে। Kratos R ইলেকট্রিক মোটরসাইকেল Eco+ মোডে 180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। একবার সম্পূর্ন চার্জ দিলে কোনো সমস্যা ছাড়া 150 কিলোমটার পর্যন্ত Eco+ মোডে যেতে পারে এই বাইক। আগে Kratos R এর রেঞ্জ ছিল 128 কিলোমিটার। এই ইলেকট্রিক মোটরসাইকেলের প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 35 কিলোমিটার। তবে Sports মোডে এটি 105 কিলোমিটার/ঘন্টায় দৌড়াতে পারে।
Kratos R ইলেকট্রিক মোটরসাইকেলে চারটি ভ্যারাইটি রয়েছে- Eco, City, Sports, Eco+। এই ইলেকট্রিক বাইকটি ফাস্ট চার্জারের সাহায্যে 60 মিনিটে 80 শতাংশ চার্জ হয়ে যেতে পারে। মাত্র 3.5 সেকেন্ডে 100 কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে।
আরো পড়ুন: Bajaj Platina বনাম Hero Splendor! দেশের সবচেয়ে সস্তা ও সেরা মাইলেজের বিচারে সেরা কোন বাইক?
এই মডেলে split trellis frame রয়েছে। এর সামনে রয়েছে telescopic forks আর পিছনে রয়েছে Monoshock। দুদিকের single disc brake রয়েছে। এছাড়া এতে রয়েছে 17 ইঞ্চির alloy wheels। এই মডেলের সামনে 90/80 আর পিছনে 120/80 টায়ার যুক্ত করা হয়েছে। Kratos R ইলেকট্রিক স্কুটারের ওজন 140 কিলোগ্রাম।
এছাড়াও এর ground clearance 165 mm। এই মডেলে mobile connectivity, ABS, digital instrument cluster, storage box, crash alert, safe home function, anti theft system, battery indicator, hazard light, geofencing সহ বেশ কিছু সুবিধা রয়েছে। এছাড়া USB charging support, OTA updates, assist ও track mode এর মতো ফিচার।
Kratos R ইলেকট্রিক বাইকটি Jet Black, Streaky Red, Oceanic Blue, Innocent White, Midnight Black রঙে পেয়ে যাবেন। এই সেগমেন্টে Kratos R এর প্রতিদ্বন্দ্বি Hop Oxo, Matter Aera, Revolt RV400 ও Oben Rorr।