Bike Loan

সাধ্যের মধ্যে সাধপূরণ! হিরোর নতুন চমক, লঞ্চ হয়ে গেল Hero Xoom 160 প্রিমিয়াম স্কুটার

Aindrila Dhani

Published on:

hero-xoom-160-price-in-india

Hero Xoom 160: এখনকার স্কুটারে যেমন আধুনিক ফিচার আর শক্তিশালী ইঞ্জিন যুক্ত করা হয়, ঠিক তেমনভাবেই আকর্ষণীয় ডিজাইনে প্রস্তুত করা হয় এইসব মডেলগুলিকে। ভারতীয় বাজারের এক বিখ্যাত স্কুটার নির্মাণ সংস্থা হল Hero Motocorp। এই সংস্থা এবার প্রিমিয়াম টু-হুইলার সেগমেন্টেও মডেল লঞ্চ করা শুরু করেছে। Hero Motocorp তাদের নতুন মডেল Xoom 160-র সাথে গ্রাহকদের পরিচয় করানোর প্রস্তুতি নিচ্ছে। এটি তাদের প্রথম হাই-এন্ড স্কুটার। জেনে নিন বিস্তারিত।

   

ADV আগে ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো 2024-এ সকলের সামনে আনা হয়েছিল। এবার সংস্থা দেশীয় বাজারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনতে চলেছে। Hero Motocorp Xoom 160 মডেলে মর্ডান টেকনোলজি আর আকর্ষণীয় ডিজাইনের মেলবন্ধন চোখে পড়বে।

Hero Motocorp Xoom 160 এর ডিজাইন

সবার প্রথমেই আমরা এই আকর্ষণীয় স্কুটারটির ডিজাইন সম্পর্কে কথা বলব। এই স্কুটারে split LED headlights, big windscreen, Small Beak যুক্ত করা হয়েছে। এছাড়া এর wheelbase বড় রাখা হয়েছে। এই মডেলের central spine -এ ফুয়েল ট্যাংক রাখা হয়েছে। Xoom 125R এর মতো Xoom 160 -এ 14 ইঞ্চির চাকা যুক্ত করা হয়েছে। এই স্কুটারে block pattern টায়ার ইন্সটল করা হয়েছে। এছাড়া সামনে telescopic fork আর পিছনে dual spring shocks দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ব্যাপক ডিসকাউন্ট Ola Electric টু-হুইলার মডেলের উপর! কি ভাবে পাবেন? দেখে নিন

Hero Motocorp Xoom 160 এর ইঞ্জিন

এই নতুন স্কুটারে 156 cc liquid cooled, single cylinder ইঞ্জিন রয়েছে। যা 8,000 rpm এ 14 bhp শক্তি ও 6,500 rpm এ 13.7 Nm টর্ক উৎপাদন করে। Hero Motocorp Xoom 160 এ i3S টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফুয়েল ট্যাংক আর গ্যাস সহ এই স্কুটারটির মোট ওজন 141 কেজি। এই ওজন অবশ্য ভারত মবিলিটি এক্সপো 2024 এক্সিবিশনে প্রি-প্রোডাকশন ভার্সনের ছিল। লঞ্চ হওয়ার পর প্রোডাকশন মডেলের ওজন খানিকটা বেশি বা কম হতে পারে।

Hero Motocorp Xoom 160 এর ফিচারস

Hero Motocorp Xoom 160 স্কুটারে বেশ আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এতে আপনারা Keyless Ignition, LED illumination ও Remote seat opening এর মতো ফিচার পেয়ে যাবেন। এছাড়া থাকছে Smart find এর মতো ফিচার, এর সাহায্যে আপনার keyfob এর বাটন টিপে সহজেই স্কুটারটি পার্কিংয়ে খুঁজে পেয়ে যাবেন। স্কুটারে GPS অথবা phone connectivity থাকবে কিনা তা এখনও জানা যায়নি।

Hero Motocorp Xoom 160 এর সম্ভাব্য দাম

মার্কেটে লঞ্চ হওয়ার পর Hero Motocorp Xoom 160 কে Yamaha Aerox 155 ও Aprilia SXR 160 মডেলের সাথে প্রতিযোগিতা করতে হবে। এই স্কুটারের এক্স শোরুম মূল্য 1 লাখ 30 হাজার টাকার আশেপাশে হতে পারে।