Bike Loan

বাজার কাঁপাবে Hero XF3R! জমকালো লুক ও দুর্দান্ত ফিচার, দেখে মনে হবে বিদেশি বাইক, এই বাইকের দাম কত?

Aindrila Dhani

Published on:

Hero XF3R

Hero XF3R: Hero Motocorp একটি বিখ্যাত মোটর বাইক নির্মাণ সংস্থা। বর্তমানে ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রাজত্ব করছে এই সংস্থা। Hero Motocorp এর বেশকিছু মডেল ইতিমধ্যে ভারতীয় বাজারে উপলব্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Hero XF3R।

   

চলতি বছরের মার্চ মাসের মধ্যে এই বাইকটি লঞ্চ হয়ে যেতে পারে। নিজের আকর্ষনীয় লুক আর আধুনিক ফিচার্সের কারণে এটি তরুণ প্রজন্মের মন জিতে নেবে। আপনারা জানলে খুশি হবেন, শহর থেকে গ্রাম ভারতের সবরকমের রাস্তায় চলার জন্য প্রস্তুত করা হয়েছে Hero XF3R বাইকটিকে। জেনে নিন বিস্তারিত।

Hero XF3R বাইকের শক্তিশালী ইঞ্জিন

নতুন Hero XF3R বাইকে 300 cc -র ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 28 bhp শক্তি ও 25 Nm টর্ক উৎপাদন করতে পারে। এমন শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে Hero XF3R প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।

আরো পড়ুন: দাদাগিরি দেখাতে আসছে ইয়ামাহা! জোরদার এন্ট্রি নিতে চলেছে Yamaha RX 155, বাজেট কত থাকলে কিনতে পারবেন?

Hero XF3R বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশন

Hero XF3R বাইকে অ্যাগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে। এই বাইকে দুর্দান্ত ফুয়েল ট্যাঙ্ক, শার্প হেডল্যাম্প, সিঙ্গেল সাইডেড স্বিগ আর্ম এলিমেন্ট, ইত্যাদি ফিচার পেয়ে যাবেন। এই বাইকের পিছন দিকে Monoshock Suspension দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ট্রেলিস সিস্টেম ও ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার। এতে গিয়ার পজিশন, স্পীড, RPM ইত্যাদি সম্বন্ধে তথ্য দেয়। এই মডেলে LED light, Seat split, alloy wheel পেয়ে যাবেন। এতে আধুনিক ফিচারস পেয়ে যাবেন।

Hero XF3R মডেলের দাম

ভারতে এই বাইকের এক্স শোরুম মূল্য 1 শুরু হবে 1 লাখ 60 হাজার টাকা থেকে। তবে দেরি না করে আজই কিনে ফেলুন। এই রকম নিউজ পেতে আমাদের পেজ ফলো করুন।