Bike Loan

LML এর পুনর্জন্ম! লুকস-ফিচারে মুগ্ধ হবেন, উসুল হবে বাইকের তেলের খরচ, দাম কত জেনে নিন

Aindrila Dhani

Published on:

LML Moonshot

SG Corporate Mobility-র মালিকানাধীন কোম্পানি LML 2023 সালে তিনটি ইলেকট্রিক মডেল লঞ্চ করেছিল। যথা :- Orion Cycle, Star Scooter ও Moonshot Hyperbike। আগামী বছরের প্রথম দিকেই Orion Cycle বাজারে প্রবেশ করবে। অপরদিকে সেই সময় Star Scooter ও Moonshot Hyperbike ডেলিভারি চালু হবে।

   

LML জানিয়েছে, Orion নামটি গ্রিক শব্দ থেকে এসেছে। যার অর্থ নক্ষত্রপুঞ্জ। এই মডেলে একটি Hydroformed 6061 Alloy frame দেওয়া হয়েছে। এছাড়া এটি IP67 রেটিং যুক্ত একটি মডেল। এতে আপনার রুট সেন্সর পেয়ে যাবেন। এর সাথে রয়েছে GPS। কোম্পানির তরফ থেকে Star Scooter সম্পর্কে বিশেষ কোন তথ্য জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, Moonshot Hyperbike এ ফ্লাই-বাই-ওয়ার, সিটি আর সার্জের মতো বেশ কয়েকটি রাইডিং মোট রয়েছে। এতে আপনারা বহন যোগ্য ব্যাটারিও পাবেন।

আরো পড়ুন: দাদাগিরি দেখাতে আসছে ইয়ামাহা! জোরদার এন্ট্রি নিতে চলেছে Yamaha RX 155, বাজেট কত থাকলে কিনতে পারবেন?

বৃহস্পতিবার কোম্পানির তরফ থেকে এই তিনটি মডেলের কনসেপ্ট সামনে আমার রয়েছে। গত কয়েক বছর ধরে কোম্পানির ইঞ্জিনিয়াররা এই তিনটি মডেল প্রস্তুত নিয়ে ব্যস্ত ছিলেন। ব্যক্তিগত কাজে আর শহরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এই মডেল আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া এই মডেলে কোম্পানির তরফ থেকে সুরক্ষার দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে।

LML Orion
LML Orion

LML এর ব্যবস্থাপনা পরিচালক যোগেশ ভাটিয়া জানিয়েছেন, এই মডেলগুলির মাধ্যমে LML এর পুনর্জন্ম হবে। কোম্পানির ইঞ্জিনিয়াররা এই মডেলগুলি প্রস্তুত করতে কল্পনাকে বাস্তবে এনেছে। এই ধরনের আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। এর পরবর্তী খবর পেতে আমাদের ওয়েবসাইটের পাতায় চোখ রাখুন