Hayasa Nirbhar Electric Scooter : পেট্রোল আর ডিজেলের ঊর্ধ্বমুখী দামের কারণে ইলেকট্রিক স্কুটার এর চাহিদা আজ আকাশ ছোঁয়া। এখন গ্রাহকরা বেশি ইলেকট্রিক স্কুটার কিনতেই পছন্দ করে থাকেন। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার দিকে মনোনিবেশ করেছেন।
এখন বাজারে বিভিন্ন দামের আর বিভিন্ন ভেরিয়েন্টের ইলেকট্রিক স্কুটার পাওয়া যায়। এই কারণে কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা বেড়ে গেছে। এর ফলে লাভবান হচ্ছেন গ্রাহকরা। আজকের প্রতিবেদনে আমরা নতুন একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আপনাদের বলব। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন।
এই স্কুটারটি মাত্র 3 থেকে 4 মাস আগে মার্কেটে লঞ্চ হয়েছে। এই মডেলটির নাম Hayasa Nirbhar Electric Scooter। এই ইলেকট্রিক স্কুটারে lithium-ion ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এটি সিঙ্গেল চার্জে 90 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
আরো পড়ুন: সস্তার দুর্ধর্ষ, আকর্ষণীয় ফিচার আর লুকে KTM কে চ্যালেঞ্জ জানাতে চলে এসেছে Yamaha FZX Chrome!
এছাড়াও Hayasa Nirbhar Electric Scooter -এ 230W পাওয়ারের ইলেকট্রিক মোটর যুক্ত করা আছে। এর মাধ্যমে স্কুটারটি আরো ভালো পরিষেবা দিতে পারবে। ডিজাইনের দিক থেকেও হার মানিয়ে দেবে প্রথম সারির মডেলগুলিকে। এই স্কুটারের মাধ্যমে আপনারা জিনিসপত্র বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন।
এই ইলেকট্রিক স্কুটারে শক্তিশালী ইলেকট্রিক মটর দেওয়া হয়েছে। যার ফলে Hayasa Nirbhar Electric Scooter এর এভারেজ স্পিড প্রতি ঘন্টায় 25 কিলোমিটার। এই স্কুটারে আপনারা টিউবলেস টায়ার পেয়ে যাবেন। এই স্কুটারে বেশ কিছু সাধারণ ফিচার পেয়ে যাবেন যেমন- ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, USB charging port, Start button, হেডলাইট, বেশি boot space ইত্যাদি।
Hayasa Nirbhar Electric Scooter এর দাম
এখন ইলেকট্রিক স্কুটার আগের তুলনায় সস্তা হয়ে গেছে। এই মডেলটির দাম কম রাখার চেষ্টা করা হয়েছে। Hayasa Nirbhar Electric Scooter এর এক্স শোরুম মূল্য 65 হাজার 280 টাকা।