Bike Loan

সস্তার দুর্ধর্ষ, আকর্ষণীয় ফিচার আর লুকে KTM কে চ্যালেঞ্জ জানাতে চলে এসেছে Yamaha FZX Chrome!

Aindrila Dhani

Published on:

Yamaha FZX Chrome

Yamaha FZX Chrome: Yamaha -র বাইক ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী জনপ্রিয়। এই জনপ্রিয়তা অল্প সময়ে অর্জন করেনি Yamaha, বহু বছর ধরে ভালো পরিষেবা দেওয়ার পরেই এই জনপ্রিয়তা পেয়েছে। Yamaha -র বাইক আজ অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। এই কোম্পানির অন্যান্য বাইকগুলি অবশ্যই ভালো তবে এর স্পোর্টস বাইকের লেভেলই আলাদা। Yamaha FZ এর প্রত্যেকটি ভেরিয়েন্ট গ্রাহকরা বেশ পছন্দ করেছেন।

তবে আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Yamaha FZX Chrome ভেরিয়েন্টের সম্পর্কে। অন্যান্য ভেরিয়েন্টের তুলনায় এর জনপ্রিয়তা বেশি। গ্রাহকরা এই মডেলটি বেশি পছন্দ করছেন। Yamaha FZX Chrome মডেলে দারুণ ফিচারস দেওয়া হয়েছে। আর লুকের দিক থেকে KTM কে হার মানিয়ে দিতে পারবে Yamaha FZX Chrome। জেনে নিন বিস্তারিত।

Yamaha FZX Chrome বাইকের ফিচারস

এই বাইকে বেশ কিছু আধুনিক ফিচার দেওয়া হয়েছে। Yamaha FZX Chrome বাইকে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, সেলফ স্টার্ট, কিক স্টার্ট, সাইড স্ট্যান্ড, সাইড মিরর, ডিজিটাল কন্ট্রোল, ডিজিটাল ইন্সট্রুমেন্ট, Anti lock braking system, টিউবলেস টায়ার, Metal alloy wheels, ব্রেক লাইট এর মতো আকর্ষণীয় ফিচার পেয়ে যাবেন।

আরো পড়ুন: Honda CB125F : মধ্যবিত্তের সেরা পছন্দ, হন্ডার নতুন চমক, চটপট দেখে নিন দাম কত

Yamaha FZX Chrome বাইকের ইঞ্জিন

Yamaha FZX Chrome বাইকে 149 cc, air cooled, single cylinder ইঞ্জিন যুক্ত করা হয়েছে। যা সর্বোচ্চ 12.4 PS শক্তি ও 13.3 Nm টর্ক উৎপাদনে সক্ষম। ইঞ্জিনের সাথে দেওয়া হয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এই বাইকটি প্রতি লিটারে 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে।

Yamaha FZX Chrome বাইকের দাম

2024 Yamaha FZX Chrome বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 40 হাজার টাকা থেকে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক।