Bike Loan

2024 Yamaha Vino 50cc Scooter: দুর্ধর্ষ স্কুটার নিয়ে এল ইয়ামাহা, দাম সাধ্যের মধ্যে, দেখতেও দুর্দান্ত

Aindrila Dhani

Published on:

2024-yamaha-vino-50cc-scooter-launch-date

2024 Yamaha Vino 50cc Scooter: Yamaha তাদের দেশীয় বাজার জাপানে 2024 Vino 50cc কম্প্যাক্ট স্কুটার এনেছে। এই স্কুটারটি দেখতে বেশ মিষ্টি। এর সাথে রয়েছে রেট্রো স্টাইল। Vino 50cc স্কুটারের ওজন বেশি না হলেও এতে উচ্চ জ্বালানি দক্ষতা রয়েছে। এছাড়া এতে নতুন তিনটি রং যুক্ত করা হয়েছে। অন্যান্য দিক প্রায় একই রয়েছে। জেনে নিন বিস্তারিত।

2024 Yamaha Vino 50cc Scooter-এর স্পেসিফিকেশন ও ফিছারস

এই স্কুটারে নতুন তিনটি রং যুক্ত করা হয়েছে। যথা- Puko Blue, Matte Jeans Blue Metallic ও Fighting Red। তবে Matte Blue রঙে এই স্কুটারকে সত্যিই অনবদ্য লাগছে। 2024 Yamaha Vino 50 cc স্কুটারের সামনের দিকে Cyan ও Grey গ্রাফিক্সের কনট্রাস্ট যুক্ত করা হয়েছে। এই একই রং স্কুটারটির সাইড প্যানেলেও দেখতে পাবেন। অপরদিকে tail lamp, grab rail, turn indicators ও rear view mirrors-এ Chrome ফিনিশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে স্কুটারটির নতুন লুক আরও বেশি আকর্ষণীয় আর চমকপ্রদ লাগছে।

আরো পড়ুন: 71 কিমি মাইলেজ ও বাহুবলি ইঞ্জিন! দাম মাত্র 90 হাজার, পালসার-কে টেক্কা দেবে TVS-এর নতুন বাইক

2024 Yamaha Vino 50 cc স্কুটারের নতুন লাল রং-টি গ্লসি ফিনিশে রাখা হয়েছে। এই মডেলের সামনে আর সাইড প্যানেলে কালো ও রুপালি রংয়ের গ্রাফিক্স করা হয়েছে। তবে Glovebox, Floorboard area ও Seat সম্পূর্ণ কালো রঙে রাখা হয়েছে।

এবার আমরা কথা বলব, 2024 Yamaha Vino 50 cc মডেলের তৃতীয় রং অর্থাৎ Puco Blue-এর সম্পর্কে। এই রং 2024 Yamaha Vino 50 cc মডেলে ক্লাসিক একটা লুক দিচ্ছে। এর সাথে light blue, brown, black ও ivory white রংয়ের মিশ্রণ রাখা হয়েছে। সামনে আর সাইট প্যানেলে brown ফিনিশের গ্রাফিক্স রাখা হয়েছে।

এছাড়া এতে Graphite Black, Mahogany Brown Metallic ও Harvest Beige রং রয়েছে। তবে 2023 সালের পুরনো মডেলের Bonnie Blue, Pearl Shinning Yellow ও Matte Armored Green Metallic রং তিনটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে 2024 Yamaha Vino 50 cc মডেলের মোট ছটি রং উপলব্ধ রয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, 2024 Yamaha Vino 50cc স্কুটারের সামনে 500 ml প্লাস্টিক বোতল রাখার জায়গা দেওয়া আছে। এছাড়া মাঝখানে বিভিন্ন জিনিস রাখার জন্য হোক রয়েছে। 12V এর accessory socket সহ Glove box রয়েছে এই স্কুটারে। সিটের তলায় 20 লিটারের স্টোরেজ রয়েছে। এখানে আপনারা হেলমেট সহ ছোটখাটো জিনিস রাখতে পারবেন। এতে রয়েছে semi digital instrument console। এখানে আপনারা স্পিডোমিটার, ক্লক ও fuel gauge সহ বেশ কিছু তথ্য দেখতে পাবেন। এছাড়া 2024 Yamaha Vino 50 cc মডেলে combi brake system রয়েছে।

এই স্কুটারে 49 cc, single cylinder, SOHC ইঞ্জিন রয়েছে। যা সর্বোচ্চ 4.5 PS শক্তি ও 4.1 Nm টর্ক উৎপাদন করে থাকে। প্রতি লিটারে 58.4 কিলোমিটার পথ যেতে পারে 2024 Yamaha Vino 50 cc স্কুটার। এই স্কুটারটির সামনে ও পিছনে 10 ইঞ্চির চাকা রয়েছে। সুরক্ষার জন্য দুদিকেই ড্রাম ব্রেক দেওয়া আছে। স্কুটারটির ওজন 81 কেজি। এর ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 4.5 লিটার। এই বাইকের দাম 214k Yen যা ইন্ডিয়ান টাকায় প্রায় 1.18 লক্ষ। এই ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।