Bike Loan

Zontes U1 200: দুরন্ত স্পটি লুক সহ স্মার্ট ফিচার! দাম দেখে চক্ষু চড়কগাছ

Aindrila Dhani

Published on:

zontes-u1-200-price-and-features

Zontes U1 200 Bike: আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? বুঝতে পারছেন না কোন্ বাইক কিনবেন! এই প্রতিবেদনে আপনার জন্য এনেছি নতুন একটি বাইকের খোঁজে। 200cc সেগমেন্টে বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন এই দুর্দান্ত বাইকটি। ভালো ফুয়েল ক্যাপাসিটির পাশাপাশি রয়েছে দারুণ মাইলেজ। এতে সুরক্ষার সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি।

Zontes ভারতের জনপ্রিয় বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম। বর্তমানে ভারতে টু-হুইলারের সংখ্যা অনেক। সম্প্রতি এই কোম্পানি Zontes U1 200 লঞ্চ করেছে।‌ এতে রয়েছে 12.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। জেনে নিন বিস্তারিত।

Zontes U1 200: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে 198cc-র লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ SOHC ইঞ্জিন রয়েছে। যা 9000 rpm-এ 21.79 Ps শক্তি ও 7000 rpm-এ 19 Nm টর্ক উৎপাদন করে। এতে রয়েছে 12.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। Zontes U1 200-এর সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।

Zontes U1 200: ডাইমেনশন

এই বাইকের দৈর্ঘ্য 865 মিলিমিটার, প্রস্থ 2005 মিলিমিটার আর উচ্চতা 1135 মিলিমিটার। এছাড়া Zontes U1 200-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 210 মিলিমিটার আর হুইলবেস 1420 মিলিমিটার। এর ওজন 150 কেজি।‌

Zontes U1 200: স্পেসিফিকেশন

এই বাইকে টেলিস্কোপিক আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক ও মোনোশক রেয়ার শক অ্যাবজর্ভার রয়েছে। এছাড়া ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম রয়েছে। এতে স্পোক হুইল রয়েছে।

Zontes U1 200: দাম

এই বাইকের এক্স শোরুম দাম 1.80 লাখ টাকা। তবে আপনারা ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারবেন।