Bike Loan

Zontes 350R: পাশ দিয়ে গেলে চেয়ে থাকবে সবাই! মাত্র 9 হাজার টাকায় ঘরে তুলুন 350 সিসির স্পোর্টস বাইক

Aindrila Dhani

Updated on:

zontes-350r-price

Zontes 350R: বর্তমান সময় দাঁড়িয়ে লক্ষাধিক মানুষ মোটরসাইকেল ব্যবহার করছেন। দূরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য মোটরসাইকেলের গুরুত্ব অনেক। এছাড়া প্রাত্যহিক জীবনের দরকারেও মোটরসাইকেল কাজে লাগে। আজ আমরা আপনাদের জন্য নতুন একটি মোটরসাইকেলের খোঁজ এনেছি। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Zontes 350R-এর সম্পর্কে।

   

Zontes 350R মোটরসাইকেলের ইঞ্জিন

Zontes 350R চীনা ম্যানুফ্যাকচারারের 350cc সেগমেন্টের স্ট্রিট ফাইটার। এই বাইকের রয়েছে 348cc এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার bs6 2.0 ইঞ্জিন। যা 9500 rpm এ 38.52 PS শক্তি ও 7500 rpm এ 32.8 Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই স্পোর্টস বাইকে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। জানা যাচ্ছে, প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দিতে পারে Zontes 350R। এই বাইকের সামনে ও পিছনে ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকটিতে অ্যাগ্রেসিভ ডিজাইন লাইন আর ইউনিক হেডলাইট ডিজাইন দেখতে পাবেন আপনারা।

Zontes 350R বাইকের ফিচারস

Zontes 350R বাইকে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক বেকিং সিস্টেম রয়েছে। এছাড়া এতে TFT ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অডোমিটার আর ডিজিটাল ট্রিপমিটারের সুবিধা পেয়ে যাবেন। পাশাপাশি এই মডেলে চারটি ডিসপ্লে মোড সহ ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে। এছাড়া এই বাইকে রয়েছে দুটি রাইডিং মোড যথা- ইকো আর স্পোর্ট। এই বাইকে সেল্ফ স্টার্টের ফিচার রয়েছে। Zontes 350R বাইকে ফুয়েল ইনজেকশন, ইলেকট্রিক ইগনিশন রয়েছে। এর পাশাপাশি রয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম।

Zontes 350R বাইকের ডাইমেনশন

এই বাইকে 84.5 মিলিমিটারের বোর আর 62 মিলিমিটারের স্ট্রোক রয়েছে। এই বাইকের ওজন 180 কেজি। Zontes 350R স্পোর্টস বাইকের সামনে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 265 মিলিমিটারের রয়েছে। এছাড়া সামনে রয়েছে 120 সেকশন টায়ার আর পিছনে রয়েছে 160 সেকশন টায়ার। দুদিকেই রয়েছে 17 ইঞ্চির চাকা। বাইকটির সিটের উচ্চতা 795 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 152 মিলিমিটার।

Zontes 350R বাইকের প্রতিদ্বন্দ্বী

এই বাইকের প্রতিদ্বন্দ্বী হল- KTM 390 Duke, TVS Apache RTR 310 ও BMW G 310 R।

Zontes 350R বাইকের দাম

Zontes 350R মডেলটি তিনটি রঙে উপলব্ধ- ব্লু, ব্ল্যাক আর হোয়াইট। এই বাইকের এক্স শোরুম মূল্য 2 লাখ 79 হাজার টাকা। RTO চার্জ ও ইনস্যুরেন্স সহ অন্যান্য ফি মলিয়ে এই বাইকের অন রোড প্রাইস পড়বে 3 লাখ 14 হাজার 702 টাকা। আপনারা যদি ফাইন্যান্স প্ল্যানে কিনতে চান সেক্ষেত্রে 9.7 শতাংশ সুদের হারে প্রতি মাসে 8,630 টাকা EMI দিতে হবে।