Bike Loan

Zelio Eeva Electric Scooter : এক চার্জে ১১৭ কিমি, দাম মাত্র ৭২ হাজার টাকা! অবিশ্বাস্য হলেও সত্যি

Aindrila Dhani

Published on:

Zelio Eeva Electric Scooter

Zelio Eeva Electric Scooter: এখন পেট্রল চালিত স্কুটারের তুলনায় ইলেকট্রিক স্কুটার এর চাহিদা অনেক বেশি। এই দিক মাথায় রেখে বেশ কিছু কোম্পানি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার দিকে মনোনিবেশ করেছে। বিভিন্ন দাম আর বিভিন্ন ভেরিয়েন্টের ইলেকট্রিক স্কুটার আজ ভারতীয় বাজারে উপলব্ধ রয়েছে। স্কুটার নির্মাতা কোম্পানিগুলি বাজেট ফ্রেন্ডলি মূল্যে এডভান্স ফিচার এর স্কুটার মার্কেটে লঞ্চ করার চেষ্টা করছে। যাতে গ্রাহকরা তাদের স্কুটারের প্রতি বেশি আকর্ষণ হন। আজ এমনই একটি স্কুটারের কথা আপনাদের বলব। এই স্কুটারটি আপনারা বেশ কম টাকায় কিনতে পারবেন। দাম কম হলেও ফিচার আর রেঞ্জের দিকে কোন আপোস করেনি কোম্পানি। জেনে নিন বিস্তারিত।

   

আজ আমরা কথা বলব Zelio Eeva ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে। এটি প্রায় 8 মাস আগে ভারতের লঞ্চ হয়েছে। এই সময়ের মধ্যে কোম্পানি ভারতীয় বাজারে ভালোই নাম কামিয়েছে। গ্রাহকরাও এই মডেলটির সম্পর্কে ভালো রিভিউ দিচ্ছেন। এই স্কুটারে কোম্পানি 3.6 kWh ক্যাপাসিটির lithium-ion ব্যাটারি ব্যবহার করেছে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি 117 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটারের সামনে ও পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানির তরফ থেকে দ্রুত চার্জের জন্য DC ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘণ্টার মধ্যে সহজেই চার্জ হয়ে যাবে এই স্কুটারটি। এছাড়া Zelio Eeva স্কুলের লুক বেশ আকর্ষণীয়। এই মডেলের এক্স শোরুম মূল্য মাত্র 72 হাজার 850 টাকা। ইলেকট্রিক স্কুটারের সেগমেন্টের হিসেবে দাম কিন্তু খুবই কম। এই দামে সচরাচর ভাল রেঞ্জের স্কুটার দেখতে পাওয়া যায় না। এই ইলেকট্রিক স্কুটারে ভালো রেঞ্জের পাশাপাশি দুর্দান্ত ফিচারও দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন।