Bike Loan

Yulu Wynn Electric Scooter: এই স্কুটার কিনতে পড়েছে লম্বা লাইন! গরিবরা পাবেন দারুন সস্তায়, খরচ 55 মাত্র হাজার টাকা

Aindrila Dhani

Published on:

Yulu Wynn Electric Scooter

Yulu Wynn Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের চল এখন অনেকটাই বেড়ে গেছে। পরিবেশ বান্ধব যানবাহনের খোঁজে থাকলে আপনারা কিন্তু এমন একটা টু-হুইলার কিনতেই পারেন। তবে ইলেকট্রিক স্কুটারের দাম খানিকটা বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও বহু মানুষ কিনে উঠতে পারছেন না। এবার স্মার্টফোনের দামে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটার।

   

এই প্রতিবেদনে আমরা কথা বলব Yulu Wynn Electric Scooter-এর সম্পর্কে। এই স্কুটারের দাম কম হলেও আধুনিক ফিচার্স সমৃদ্ধ। এতে আপনারা শক্তিশালী ব্যাটারি ও ইলেকট্রিক মোটরের সুবিধা পেয়ে যাবেন। এক চার্জে 70 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ইলেকট্রিক স্কুটার। দেখতেও বেশ আকর্ষণীয়।

Yulu Wynn Electric Scooter: ব্যাটারি

এই ইলেকট্রিক স্কুটারে 1.98 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ব্যবহার করা হয়েছে। এটি একবার সম্পূর্ণ চার্জ দিলে 70 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। এছাড়া এতে ইলেকট্রিক মোটরের ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে Yulu Wynn Electric Scooter প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Yulu Wynn Electric Scooter: ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটারে আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, ইউএসবি চার্জিং পোর্ট, আরামদায়ক সিট, টিউবলেস টায়ার ইত্যাদি পেয়ে যাবেন। এছাড়া এলইডি হেডলাইটের সুবিধা রয়েছে।

Yulu Wynn Electric Scooter: দাম

এই ইলেকট্রিক স্কুটারের বিশেষ সুবিধা হল ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এটি আপনারা চালাতে পারবেন। দামের কথা বলতে গেলে, মাত্র 55 হাজার টাকা থেকে Yulu Wynn Electric Scooter-এর দাম শুরু হয়েছে।