Bike Loan

Yezdi Adventure: অ্যাডভেঞ্চার বাইকের রাজা আসছে টক্কর দেবে বুলেটকে! চাবুক ইঞ্জিন সহ দুর্ধর্ষ লুক, চড়লে আলাদাই অনুভুতি

Aindrila Dhani

Published on:

yezdi-adventure-bike-review

Yezdi Adventure: আপনি কি নতুন অ্যাডভেঞ্চার বাইকের খোঁজে রয়েছেন? Yezdi আপডেটেড ফিচার্স সহ নিয়ে এসেছে নতুন অ্যাডভেঞ্চার বাইক। এবার রয়্যাল এনফিল্ড-কে টক্কর দেবে Yezdi Adventure।

   

Yezdi Adventure-এ বেশকিছু পরিবর্তন করা হয়েছে। কোম্পানি নতুন আপডেট সম্পর্কে যা যা তথ্য দিয়েছে সেই অনুযায়ী Yezdi Adventure সম্ভবত Jawa 350-র মতো হবে।

Yezdi Adventure: ইঞ্জিন

এই বাইকে 334cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, এল্ফা 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 26.9 Ps শক্তি ও 29.8 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকের পাওয়ার আগের তুলনায় 0.7 Ps কম হয়ে গেছে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে।

Yezdi Adventure: ফিচার্স

আপডেটেড Yezdi Adventure-এ বেশকিছু রাইডিং মোড পেয়ে যাবেন। এছাড়া ইউএসবি চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, ডুয়াল ডিস্ক ব্রেক, সুইচেবল ABS রয়েছে। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 মিলিমিটার।

Yezdi Adventure: দাম

রিপোর্ট অনুযায়ী, Yezdi Adventure চারটি রঙে উপলব্ধ থাকবে। এর বেস ভ্যারিয়েন্টে টর্নেডো ব্ল্যাক রং রয়েছে। যার দাম 2.10 লাখ টাকা। অপরদিকে ম্যাগনাইট মেরুন রঙের মডেলের দাম 2.13 লাখ টাকা, বোল্ফ গ্রে রঙের মডেলের দাম 2.16 লাখ টাকা আর গ্লেসিয়ার হোয়াইট রঙের মডেলের দাম 2.20 লাখ টাকা রাখা হয়েছে।

Yezdi Adventure: প্রতিদ্বন্দ্বী

Yezdi Adventure মডেলটি অ্যাডভেঞ্চার সেগমেন্টে পেশ করা হয়েছে। ভারতীয় বাজারে এই বাইকের প্রতিদ্বন্দ্বী হল- Hero Xplus, Royal Enfield Scram 411 আর Honda CB200X।