Yamaha YZF R15 : ইয়ামাহার বাইক ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়। বাইক প্রেমীদের মনে এই কোম্পানির মডেলের নাম প্রথম দিকেই থাকে। আপনিও যদি ইয়ামাহার নতুন বাইক কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার বেশ কাজে লাগবে।
এবার অল্প দামে বাড়ি নিয়ে আসুন Yamaha YZF R15। বর্তমান সময়ে বাইক কেনা অনেক সহজ হয়ে গেছে। আপনার কাছে বেশি টাকা না থাকলেও নতুন বাইক কিনতে পারবেন। ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে এবার পছন্দের বাইকটি কিনে ফেলুন। মাত্র 5 হাজার টাকার মাসিক কিস্তিতে Yamaha YZF R15 পেয়ে যাবেন।
Yamaha YZF R15 ইঞ্জিন
এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে রয়েছে 155cc-র তুখোড় ইঞ্জিন। যা দুর্দান্ত পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। যার ফলে আপনারা আরামদায়ক রাইটিং উপভোগ করতে পারবেন। Yamaha YZF R15 প্রতি লিটারে 43 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।
Yamaha YZF R15: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এই বাইকে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ফিউল কনজাম্পশন ইন্ডিকেটর, ফুউল গেজ। শিফ্ট টাইমিং লাইট, ভিভিএ ইন্ডিকেটর, ডিজিটাল ইন্ডিকেটর ইত্যাদির সুবিধা রয়েছে। এছাড়া এলইডি লাইটিং-এর ব্যবহার করেছে কোম্পানি।
Yamaha YZF R15: দাম
এই বাইকটির অন রোড দাম 1.51 লাখ টাকা। আপনি যদি এই বাইকটি কিনতে চান তাহলে বাজেট নিয়ে ভাবতে হবে না। মাত্র 8 হাজার টাকা থাকলেই হবে। তাহলেই বাইকটি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 5 হাজার টাকা কিস্তি জমা করতে হবে।