Bike Loan

Yamaha YZF R1: বাজার ছড়ি ঘোরাবে ইয়ামাহা! আসছে দুর্ধর্ষ রোডস্টার বাইক, দেখুন দাম কত

Aindrila Dhani

Published on:

yamaha-yzf-r1-price

Yamaha ভারতের একটি বিখ্যাত টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা। এই কোম্পানি গত কয়েক বছর ধরে ভারতীয় মার্কেটে নিজের জায়গা ধরে রেখেছে। বহু পুরনো একটি কোম্পানি এটি। এই কোম্পানির প্রচুর মডেল আপনারা ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। এখন তো বিভিন্ন সেগমেন্টে মডেল লঞ্চ করা শুরু করে দিয়েছে Yamaha।

   

এবার বাজারে হুলুস্থুল ফেলতে আসতে চলেছে Yamaha-র সুপার বাইক। এতে রয়েছে দুর্দান্ত ফিচার্স আর আকর্ষণীয় লুক। এতে 998cc-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। আমরা কথা বলছি, Yamaha YZF R1 বাইকের সম্পর্কে।

Yamaha YZF R1: ইঞ্জিন

বাইক কেনার সময় তার ইঞ্জিন সম্পর্কে সবার আগে জানতে হয়। Yamaha YZF R1 বাইকে 998cc 4 স্টকস্ ইনলাইন 4 ভালভ লিকুইড কুল্ড 4 সিলিন্ডার DOHC ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন 13,500 rpm-এ 200 PS শক্তি ও 11,500 rpm -এ 112.4 Nm টর্ক উৎপাদন করবে। এই বাইকে পেয়ে যাবেন ডিজিটাল TCI। এতে 17 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি থাকবে।

Yamaha YZF R1: ডিজাইন ও লুক

এই বাইকের লুক বোল্ড রাখা হয়েছে। এছাড়া এতে এডভান্স ফিচারের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা কালো আর নীল রঙের অপশন পেয়ে যাবেন। বেশ আকর্ষণীয় ডিজাইন রাখা হয়েছে মডেলটির। রাস্তায় বেরোলে সকলের নজর Yamaha YZF R1-এর দিকেই থাকবে।

Yamaha YZF R1: ফিচার্স

এই সুপার বাইকে ডবল চ্যানেল ABS, ইউনিফাইড ব্রেকিং সিস্টেম, ট্রাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক সিফ্টার, রাইডিং মোড, পাওয়ার মোড, LED টেইল লাইট, ডিজিটাল স্পিডোমিটার আর ডিজিটাল আর ডিজিটাল ওডোমিটারের মতো ফিচার থাকবে।

Yamaha YZF R1: দাম

Yamaha YZF R1 বাইকের সম্ভাব্য দাম 20.39 লাখ টাকা। এই মডেলটির লঞ্চ সম্পর্কে এখনও কোনো তথ্য সামনে আসেনি।