Bike Loan

Yamaha XSR: ছক্কা হাঁকাবে ইয়ামাহা! দাবাং বাইকের জোরদার এন্ট্রি, রাতের ঘুব উরবে যুবকদের

Aindrila Dhani

Published on:

yamaha-xsr-bike-2024

Yamaha XSR: KTM আর Royal Enfield-এর মতো বাইককে টক্কর দিতে আসছে Yamaha-র নতুন মডেল। এতে আপনারা নতুন ফিচার্স ও এডভান্স টেকনোলজি পেয়ে যাবেন। এটি বিশেষ করে ভারতীয় যুবকদের পছন্দ হবে। এমনটাই জানিয়েছে কোম্পানি। আপনাদের জানিয়ে রাখি, Yamaha XSR-এ ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা থাকবে।

   

Yamaha XSR-এ মাস্কুলার ফ্রন্ট বডি রাখা হয়েছে। এটি 60 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম হবে। 2024-এ লঞ্চ হওয়ার কথা আছে। কী কী ফিচার্স পাবেন এই বাইকে? কোন্ মাসে লঞ্চ হবে এটি? কত দাম রাখা হয়েছে এই বাইকের? জেনে নিন আজকের প্রতিবেদনে।

Yamaha XSR: পারফরম্যান্স

ইয়ামাহার এই নতুন মডেলে 155সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে এই সম্পর্কে কোম্পানি কোন ঘোষণা করেনি। তাই তেমন কোন তথ্য আমাদের কাছে নেই। রিপোর্ট অনুযায়ী, Yamaha XSR প্রতি লিটারে 55 কিলোমিটার থেকে 60 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এটি 10 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/ ঘণ্টা গতি তুলতে পারে।

Yamaha XSR: লঞ্চ

কোম্পানি এই বাইকটির লঞ্চ সম্পর্কে কোন তথ্য সামনে আনেনি। তবে রিপোর্ট অনুযায়ী, 2024-এর ডিসেম্বরে এটি লঞ্চ হতে পারে। গ্রাহকরা এই বাইকটির লঞ্চের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

Yamaha XSR: ফিচার্স

এই বাইকে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি আর মোবাইল চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। বাকি তথ্য মডেলটি লঞ্চ হওয়ার পর জানা যাবে।

Yamaha XSR: দাম

দামের কথা বলতে গেলে, Yamaha XSR-এর এক্স শোরুম দাম 1 লাখ 30‌ হাজার টাকা থেকে 1 লাখ 35 হাজার টাকা।