Bike Loan

Yamaha XSR 155 : ছক্কা হাঁকাবে রয়্যাল ইয়ামাহা! বাজারে মাতাবে দাবাং বাইক, দেখে নিন দাম

Aindrila Dhani

Published on:

yamaha-xsr-155

Yamaha নিয়ে এসেছে তাদের লেটেস্ট মডেল Yamaha XSR 155। নিও রেট্রো লুকের এই বাইক ডিলারশিপে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে। শক্তিশালী ইঞ্জিনের এই বাইক গ্রাহকদের আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে এই বাইকটির অপেক্ষা করে রয়েছে গ্রাহকরা।

এই বাইকের ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন সবই গ্রাহকদের মন জিতে নেওয়ার জন্য যথেষ্ট। Zeus Customs এই বাইকটি Yamaha Thailand -এর সাথে মিলিতভাবে তৈরি করেছে। এতে রয়েছে আধুনিক ফিচার। এটি দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে। জেনে নিন বিস্তারিত।

Yamaha XSR 155 বাইকের ফিচার্স

এই বাইকে আরামদায়ক সিট দেওয়া হয়েছে। আপনারা এতে লং জার্নিতে যেতে পারবেন‌। এছাড়া রয়েছে আধুনিক ফিচারের সুবিধা। যেমন- মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, গোলাকার টেইল ল্যাম্প, গোলাকার ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সিঙ্গেল পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ট্রিপ মিটার, ফুয়েল মিটার, ডিজিটাল স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর আর ট্রিপ ইন্ডিকেটর ইত্যাদি।

Yamaha XSR 155: ইঞ্জিন ও পারফরমেন্স

এই বাইকে 155cc -র লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 19 bhp শক্তি ও 14.7 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে এসিস্ট ও স্লিপার ক্লাচ রয়েছে। Yamaha XSR 155 বাইকে ইঞ্জিনের সাথে 6 স্পিড ট্রান্সমিশন দেওয়া হয়েছে। এছাড়া এই বাইকের দুদিকেই 17 ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। আর ব্রেকিং -এর জন্য ডিস্ক ব্রেক রয়েছে।

Yamaha XSR 155 বাইকের দাম

এবার আমরা এই মডেলটির দামের সম্পর্কে কথা বলব। এতে আধুনিক ফিচার আর শক্তিশালী ইঞ্জিন থাকলেও দাম খুব একটা বেশি রাখা হয়নি। এই বাইকটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষও কিনতে পারবেন। এই বাইকের এক্স শোরুম মূল্য 1.40 লাখ টাকা থেকে শুরু হয়েছে।