Bike Loan

মন যে করে উরু উরু! চালকদের মন জয় করতে আসছে স্টাইলিশ লুকে Yamaha XSR 155

Aindrila Dhani

Published on:

yamaha-xsr-155-on-road-price

ভারতীয় বাজারে বহু টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলি নিজেদের গ্রাহকদের খুশি করার কোনো সুযোগ হাতছাড়া করছে না। একের পর এক দুর্দান্ত বাইক লঞ্চ করছে এই কোম্পানিগুলি। আপনি যদি কোনো স্টাইলিশ লুকিং বাইকের খোঁজে থাকেন, তবে আজকের প্রতিবেদনটি আপনার কাজে লাগতে পারে।

Yamaha একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কয়েক দশক ধরে এই কোম্পানি আমাদের ভালো পরিষেবা প্রদান করে চলেছে। এই কোম্পানির স্টাইলিশ লুকিং বাইক Yamaha XSR 155 একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। এছাড়া এতে বেশ শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। আর এতে রয়েছে দারুণ ব্রেকিং সিস্টেম। জেনে নিন বিস্তারিত।

Yamaha XSR 155 বাইকের ইঞ্জিন

সবার প্রথমে এই বাইকের শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে আমরা কথা বলব। এতে 155cc-র লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 19.3 bhp শক্তি ও 14.7 Nm টর্ক উৎপাদন করে। এটি প্রতি লিটারে 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

Yamaha XSR 155 বাইকের ফিচার্স

এই স্টাইলিশ বাইকে বেশকিছু অ্যাডভান্স ফিচার রয়েছে। এতে বড় অ্যালয় হুইল, LED হেডলাইট, ডিস্ক ব্রেক, শক্তিশালী ইঞ্জিন ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক, ফুয়েল ট্যাঙ্ক, ডিজিটাল স্পিডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, মোবাইল ফোন কানেক্টিভিটি, USB চার্জিং সাপোর্ট ইত্যাদি ফিচার রয়েছে।

Yamaha XSR 155 বাইকের দাম

এবার আমরা Yamaha XSR 155 বাইকের দাম সম্পর্কে কথা বলব। ভারতীয় বাজারে এই মডেলটি কয়েক মাস আগে লঞ্চ করা হয়েছে। এর এক্স শোরুম দাম 1 লাখ 32 হাজার টাকা।‌ আর অন রোড দাম মোটামুটি 1 লাখ 40‌ হাজার টাকার আশেপাশে পড়বে।