Bike Loan

Yamaha XSR 125: ড্যাশিং লুকে ইয়ামাহার আগুন বাইক! মার্কেটে আসতেই হইচই পড়েছে, স্পোর্টি লুক মন জয় করবে সবার

Aindrila Dhani

Updated on:

yamaha-xsr-125-bike-2024

Yamaha XSR 125 : ভারতীয় বাজারে এখন 125সিসি সেগমেন্টের রমরমা। এবার এই সেগমেন্টে বিখ্যাত টু-হুইলার নির্মাণকারী সংস্থা ইয়ামাহা তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে‌। এতে দুর্দান্ত ফিচারের পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় লুক।

   

2024 সালে নতুন বাইক কিনতে চাইলে Yamaha XSR 125 সম্পর্কে জেনে রাখুন। ড্যাশিং লুক সহ ভারতীয় বাজারে হুলুস্থুল ফেলতে আসছে এটি। টিভিএস রাইডারের থেকেও দুর্দান্ত এই মডেল। এতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম পেয়ে যাবেন। এই বাইক 55 কিলোমিটার কিলোমিটার মতো মাইলেজ দিতে সক্ষম।

Yamaha XSR 125: ফিচার্স

কোম্পানি এই বাইকে আধুনিক সিজারের ব্যবহার করেছে। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি সিস্টেম, ডিজিটাল ইন্ডিকেটর, স্মার্টফোন চার্জিং সাপোর্টের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া সুরক্ষার জন্য ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। Yamaha XSR 125 রাতে রাইট করার জন্য এলইডি লাইটিংয়ের ব্যবস্থা রেখেছে কোম্পানি।

Yamaha XSR 125: ইঞ্জিন

কোম্পানি এই বাইকে 125সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স পেয়ে যাবেন। এই বাইকে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। প্রতি লিটারে Yamaha XSR 125 প্রায় 55 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

Yamaha XSR 125: দাম

Yamaha XSR 12 ভারতীয় বাজারে 2024 সালেই চলে আসবে। এই বাইকের প্রারম্ভিক এক্স শোরুম দাম 1.60 লাখ টাকা। তবে এই বাইকের টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.90 লাখ টাকা।