Bike Loan

Yamaha RX100: কিলার লুক, শক্তিশালী ইঞ্জিন! ঝড় তুলতে ফিরছে RX100, দাম মধ্যবিত্তের নাগালে

Gourav Mondal

Updated on:

yamaha-rx100-coming-soon-in-india-with-strong-engine-and-new-features

ভারতের বাজারে একটি জনপ্রিয় অটোমোবাইল নির্মনাকারী সংস্থা হলো ইয়ামাহা। এই সংস্থার খুবই পুরানো একটি বাইকের মডেল Yamaha RX100। যেটি 90 দশকে ভারতে খুবই বিখ্যাত ছিল। এই বাইকটি নতুন ভাবে ফিরিয়ে আনতে চলেছে সংস্থা। একদম নতুন ফিচার ও শক্তিশালী ইঞ্জিন সহ বাইকটি বাজারে আনা হবে। নতুন Yamaha RX100 বাইকটি কেমন হতে চলেছে? আসুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন। 

নতুন রূপে ফিরছে 90 দশকের জনপ্রিয় বাইক 

Yamaha তাদের RX100 বাইকটিকে নতুন ভাবে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। দুর্দান্ত লুক সহ বাজারে ঝড় তুলতে আসছে এই বাইকটি। পুরানো মডেলের কথা বললে, এতে টু স্ট্রোক ইঞ্জিন থাকতো। সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আসন্ন বাইকটিতে আরও শক্তিশালী ইঞ্জিন দেওয়া হবে, যা বাজারে আলোড়ন সৃষ্টি করবে। মনে করা 225 সিসি যুক্ত একটি ইঞ্জিন ভেরিয়েন্ট বাজারে আনা হবে। যা 11 PS শক্তি এবং 10.39 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে। ইঞ্জিনের সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স যুক্ত থাকতে পারে। 

   

Yamaha RX100 এ মিলবে উন্নত ফিচার 

এবার আসি ফিচারের কথায়। RX100 বাইকটি সম্ভবত লাল, কালো, নীল এবং হলুদ কালার অপশনে বাজারে আনা হবে। এর সাথে এতে উন্নত ফিচার ব্যবহার করা হবে। যেমন ফুয়েল ইনজেকশন সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গেজ, এলইডি হেডলাইট। এছাড়া উভয় চাকায় পাবেন ডিস্ক ব্রেক।

দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে 

RX100 বাইকের দাম 1.4 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। আপনি সহজ কিস্তিতেও ইয়ামাহা RX100 বাইক কিনতে পারবেন। যদিও এর লঞ্চের তারিখ সম্পর্কে কথা এখনো অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন প্রতিবেদনের দেওয়া তথ্য অনুসারে,  এটি 2025 সালের জানুয়ারিতে বাজারে লঞ্চ করা হবে।