Yamaha RX 100, 90 এর দশকের সবচেয়ে জনপ্রিয় বাইক। এই বাইকটি এখন তার নতুন অবতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নতুন বাইকটিকে দারুন ফিচার এবং চমৎকার ইঞ্জিন ক্ষমতা সহ নতুন লুকে দেখা যাবে। এই বাইকটিতে নতুন ফিচার ও নতুন ডিজাইন দেখা যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কিছু মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই বাইকটি খুব শীঘ্রই নতুন ফিচার সহ বাজারে দেখা যাবে।
নতুন Yamaha RX100 বাইকের বৈশিষ্ট্য
90 এর দশকের ইয়ামাহার RX 100 বাইকের নতুন ফিচারসের কথা বলতে গেলে, কোম্পানি এই বাইকে অনেক নতুন আপডেটেড ফিচার ব্যবহার করবে। এই বাইকটিতে উন্নত প্রযুক্তির সম্পূর্ণ ফিচার দেখা যাবে। এতে ডিজিটাল স্পিডোমিটারের পাশাপাশি ডিস্ক ব্রেক এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো সিস্টেম দেখা যাবে।
নতুন ইয়ামাহা RX100 বাইকের শক্তিশালী ইঞ্জিন
কোম্পানি এই বাইকের ইঞ্জিন ক্ষমতাকে ব্যাপকভাবে উন্নত করবে। এই বাইকে একটি 98cc 2 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখা যাবে। এছাড়াও এই বাইকটি মাইলেজের দিক থেকেও অনেক ভালো হতে চলেছে। এই বাইকটিতে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সও দেখা যাবে।
নতুন Yamaha RX100 বাইকের মূল্য এবং লঞ্চের তারিখ
ইয়ামাহা কোম্পানির পক্ষ থেকে বাইকটির লঞ্চের তারিখ এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। অনুমান করা হচ্ছে, এই বাইকটি 2024 সালের শেষের দিকে বা 2025 সালের শুরুর দিকে লঞ্চ করা হতে পারে। নতুন Yamaha RX100 এর প্রত্যাশিত দাম প্রায় 1.50 লক্ষ টাকা বলে জানা গেছে।