Bike Loan

সমস্ত বাইকের বাপ হাজির! ভোল বদলে ময়দানে আসছে 90’s-এর কিং Yamaha RX 100

Aindrila Dhani

Published on:

yamaha-rx-100-launch-date

Yamaha Motors ভারতের অন্যতম বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির প্রচুর মডেল ভারতের রাস্তায় আপনারা দেখতে পেয়ে যাবেন। বিগত কয়েক বছর ধরে এই কোম্পানি ভারতে সফলভাবে ব্যবসা করছে। বর্তমান মার্কেটের সাথে পাল্লা দিয়ে একের পর এক নতুন মডেল লঞ্চ করে চলেছে Yamaha Motors। এবার এই কোম্পানি নতুন কোন মডেল নয়, বরং ফিরিয়ে আনতে চলেছে তাদের পুরনো একটি মডেল। জেনে নিন বিস্তারিত।

টু-হুইলার মার্কেটে হুলুস্থুল ফেলতে Yamaha Motors ফিরিয়ে আনতে চলেছে তাদের Yamaha RX 100। এক সময় এই মডেলটি ভারতীয় বাজারে রাজত্ব করত। শক্তিশালী ইঞ্জিন আর আকর্ষণীয় লুকের কারণে এই মডেলটি অল্প সময়েই ভারতের রাইডারদের মনে জায়গা করে নিয়েছিল। এতে আরামদায়ক রাইডিং -এর আনন্দ উপভোগ করতেন গ্রাহকরা। এবার তাদের এই পুরনো মডেলটিকেই নতুন করে বাজারে আনতে চলেছে Yamaha।

Yamaha RX 100: ইঞ্জিন

এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। আগের তুলনায় এই মডেলটিকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করছে কোম্পানি। জানিয়ে রাখি, এই বাইকে bs6 4 স্ট্রোক ইঞ্জিনের ব্যবহার করা হবে Yamaha RX 100 মডেলে।

এই বাইকটি নব্বইয়ের দশকে ভীষণ জনপ্রিয় ছিল। এবার মডেলটিকে একেবারে নতুন লুকে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। সম্ভবত 2024 সালেই ভারতের রাস্তায় Yamaha RX 100 কে দেখা যাবে। বর্তমানে নতুন মডেলগুলিতে অ্যাডভান্স ফিচার যুক্ত করা হচ্ছে। এই মডেলগুলির সাথে টক্কর দিতে Yamaha RX 100 বাইকেও স্মার্ট ফিচার যুক্ত করা হতে পারে। আগের তুলনায় এই বাইকটির ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী হবে।

নতুন Yamaha RX 100 বাইকের দাম কত?

বাইক কেনার আগে মডেলের দাম জানা থাকলে অনেকটা সুবিধা হয়। আপনাদের জানিয়ে রাখি, কোম্পানি কিন্তু Yamaha RX 100 বাইকের সম্বন্ধে কোন অফিসিয়াল তথ্য সামনে আনেনি। ফলে এই বাইকটির সঠিক দাম আমরা বলতে পারব না। তবে এই মডেলের আনুমানিক এক্স শোরুম দাম 1.25 লাখ টাকার আশেপাশে হতে পারে।