Bike Loan

Yamaha RX 100: ইয়ামাহার এই নামটাই কাফি! আবারও বাজারে 90’s-এর কিং, দাম মধ্যবিত্তের নাগালে

Pushpita Baral

Published on:

yamaha-rx-100-bike-price

খুব শীঘ্রই নয়া অবতারে ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে 90 এর দশকের পক্ষীরাজ Yamaha RX 100। এই বাইকটিতে আপনি একাধারে সব বৈশিষ্ট্য পাবেন। এর শক্তিশালী ইঞ্জিন পাওয়ারও চোখে পড়ার মত। এর আকর্ষনীয় ডিজাইন মুগ্ধ করবে আট থেকে আশি সবাইকে। চলুন তবে জেনে নেওয়া যাক এই মডেলের বাকি বিস্তারিত তথ্য।

Yamaha RX 100 এর বৈশিষ্ট্য

যদি আমরা Yamaha RX 100 এর ফিচারের কথা বলি, এই বাইকটিতে থাকবে ডিজিটাল স্পিডোমিটার, ফোন কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি হেডলাইট, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার। এছাড়াও, এই বাইকে থাকবে ডিজিটাল ফুয়েল মিটারের অপশন।

   

Yamaha RX 100 এর ইঞ্জিন

Yamaha RX 100-এর ইঞ্জিনটি বেশ শক্তিশালী। ইঞ্জিনের কথা বলতে গেলে, এই বাইকে একটি শক্তিশালী 98cc ইঞ্জিন ব্যবহার করা হবে, যা 11PS এর সর্বোচ্চ শক্তি এবং 7.7 Nm পিক টর্ক উৎপন্ন করবে। এই বাইকটিকে জ্বালানি সাশ্রয়ী করা হয়েছে, যার কারণে এই বাইকটি 80 Kmpl পর্যন্ত মাইলেজ দেবে।

Yamaha RX100 এর মূল্য

Yamaha RX 100 বাইকের দাম সম্পর্কে কথা বলতে গেলে, ভারতীয় বাজারে এই বাইকের প্রারম্ভিক মূল্য প্রায় 1,50,000 লক্ষ টাকা বলা হয়েছে। যদিও কোম্পানি এখনও দাম সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেনি।

Yamaha RX 100 এর লঞ্চের তারিখ

যদি Yamaha RX 100 ( Yamaha RX 0) 2024 মোটরসাইকেলের লঞ্চের তারিখের কথা বলি, বর্তমানে কোম্পানি এই মোটরসাইকেলটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে মাদার অফ নিউজ অনুসারে, এই বাইকটি লঞ্চ করা হবে 2025 সালের শুরুতে অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে লঞ্চ করা হতে পারে।