Yamaha Rayzr 125: নব্বইয়ের দশক থেকে ভারতীয় বাজারে রাজত্ব করছে Yamaha। একসময় ভারতের রাস্তায় শুধু এই কোম্পানির ভাই কি দেখা যেত। সময় বদলালেও ইয়ামাহার চাহিদা একই রকম রয়েছে। এখন প্রিমিয়াম লুকের বাইকের পাশাপাশি স্কুটারও পেয়ে যাবেন।
সম্প্রতি একটি স্কুটার লঞ্চ করেছে ইয়ামাহা। মডেলটির নাম Yamaha Rayzr 125। অনেকেই স্কুটার কেনার কথা ভাবেন কিন্তু বাজেটের কারণে কেনা হয়ে ওঠে না। এবার 1 লাখ টাকার স্কুটার পেয়ে যাবেন মাত্র 24 হাজার টাকায়। Yamaha Rayzr 125 প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। ফলে পেট্রোলের পেছনে বেশ খানিকটা টাকা আপনার সাশ্রয় হবে।
Yamaha Rayzr 125: মাইলেজ
এই স্কুটারে 124.9cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক, SOHC, শক্তিশালী পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 6500 rpm-এ 8.2 bhp শক্তি ও 5000 rpm-এ 10.3 Nm টর্ক উৎপাদন করে। এই স্কুটারে 5.2 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে এটি।
Yamaha Rayzr 125: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এতে আপনারা আপডেটেড ফিচার এর সুবিধা পেয়ে যাবেন। এই স্কুটারে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ফিউল ইকোনোমি ইন্দিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ইউ এস বি চার্জিং পোর্ট, 21 লিটারের আন্ডার সিট স্টোরেজ, লো ফিউল ইন্ডিকেটর ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি এলইডি হেডলাইট, বাল্ব টেইল লাইট ও বাল্ব টার্ন সিগনাল ল্যাম্প রয়েছে।
Yamaha Rayzr 125: দাম
দামের কথা বলতে গেলে, Yamaha Rayzr 125-এর অন রোড দাম 1 লাখ 40 হাজার টাকা।
কীভাবে মাত্র 24 হাজার টাকায় Yamaha Rayzr 125 কিনবেন?
আপনারা চাইলে এই স্কুটারটি ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে 24 হাজার 143 টাকা ডাউন পেমেন্ট করলে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 2 হাজার 884 টাকা করে কিস্তি জমা করতে হবে।