Yamaha-র বাইক আজকাল তরুণ প্রজন্ম খুব পছন্দ করছে। তাই Yamaha তার R15 লাইন আপে নিয়ে চলে এসেছে নতুন মডেল। আপনিও যদি Yamaha-র বাইক পছন্দ করেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার ভালো লাগতে পারে।
আজকের প্রতিবেদনে আমরা Yamaha R15S সম্পর্কে কথা বলব। এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো ফিচার রয়েছে। এই ডিসপ্লেতে আপনারা প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন। মাত্র 9 হাজার 925 টাকা দিলেই বাড়িতে আনতে পারবেন এই মডেলটি। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 136 কিলোমিটার বেগে ছুটতে পারে Yamaha R15S।
Yamaha R15S-এর ইঞ্জিন ও পারফরম্যান্স
Yamaha R15S বাইকে আপনার একটি শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এতে 155cc-র লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, SOHC, 4-ভালভ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 10,000 rpm-এ সর্বোচ্চ 18.6 HP শক্তি এবং 8,500 rpm-এ 14.1 Nm টর্ক জেনারেট করতে সক্ষম৷ এই বাইকে ইঞ্জিনের সাথে আপনারা 6-স্পীড গিয়ারবক্সের সুবিধা পেয়ে যাবেন। যা আপনাকে 40 কিলোমিটার মাইলেজ দেবে। Yamaha R15S প্রতি ঘন্টায় সর্বোচ্চ 136 কিলোমিটার বেগে ছুটতে পারে।
Yamaha R15S-এর ফিচার্স
Yamaha R15S বাইকে আপনাকে অনেক সুবিধা এবং ফিচার্স পেয়ে যাবেন। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডুয়াল চ্যানেল ABS, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ফিউজ ইন্ডিকেটর, ডিজিটাল ট্যাকোমিটার, অক্সিজল্যারি লাইট, ফুয়েল কনজাম্পশন ইন্ডিকেটরের মতো ফিচারের সুবিধা পাবেন। এছাড়া শিফট টাইমিং লাইট, ভিভিএ গেজ, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ স্যুইচ, ডুয়াল হর্ন, গিয়ার পজিশন ইন্ডিকেটরও দেওয়া আছে।
Yamaha R15S-এর দাম
ভারতে Yamaha R15S-এর এক্স শোরুম দাম 1 লাখ 98 হাজার 500 টাকা। তবে আপনারা মাসিক 9 হাজার 925 টাকার EMI-তে এটি কিনতে পারবেন।