Bike Loan

Yamaha R15S: বাজেট কম? ইয়ামাহা মেটাবে বাইক কেনার স্বাদ! মার্কেট কাঁপাবে ড্যাশিং লুকে, পছন্দ হবেই

Aindrila Dhani

Published on:

yamaha-r15s-bike-2024

Yamaha R15S: Yamaha-র বাইক আজকাল তরুণ প্রজন্ম খুব পছন্দ করছে। তাই Yamaha তার R15 লাইন আপে নিয়ে চলে এসেছে নতুন মডেল। আপনিও যদি Yamaha-র বাইক পছন্দ করেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার ভালো লাগতে পারে।

এই বাইকে চেইন ড্রাইভ ট্রান্সমিশন রয়েছে। এছাড়া রয়েছে 58 মিলিমিটারের বোর আর 58.7 মিলিমিটারের স্ট্রোক। এর কম্প্রেশন রেশিও 11.6:1। এই বাইকটির কার্ব ওয়েট 142 কেজি। এর দৈর্ঘ্য 1990 মিলিমিটার, 725 মিলিমিটার, উচ্চতা 1135 মিলিমিটার। এই বাইকে 815 মিলিমিটার উচ্চতার সিট রয়েছে। এছাড়া 1990 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও 1325 মিলিমিটারের হুইলবেস রয়েছে। Yamaha R15S-এ 2 বছর অথবা 30 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন।

   

Yamaha R15S: ফিচার্স

সবার প্রথমে আমরা এই বাইকের ফিচার্স সম্পর্কে কথা বলব। এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। যা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ফিউল ইন্ডিকেটর ইত্যাদি তথ্য দিয়ে সাহায্য করে। এর পাশাপাশি সুরক্ষার জন্য ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়েছে।

Yamaha R15S: ইঞ্জিন

ইয়ামাহা এই বাইকে 155 সিসির লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, 4 ভালভ ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 10,000 rpm-এ 18.1 bhp শক্তি ও 7,500 rpm-এ 14.2 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে এই বাইক। প্রতি লিটার পেট্রোলে 40 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Yamaha R15S: দাম

ভারতীয় বাজারে বাজাজ পালসারকে টক্কর দিতে পারে Yamaha R15S। এই বাইকের এক্স শোরুম দাম 2 লাখ টাকা থেকে শুরু হয়েছে।