Yamaha R15 V4 : Yamaha একটি বিখ্যাত বাইক প্রস্তুতকারী সংস্থা। দীর্ঘদিন ধরে এই সংস্থা ভারতে ব্যবসা করছে। আপনারা যদি মাত্র 10 হাজার টাকায় বাইক কিনতে চান, তাহলে আজকের প্রতিবেদন পড়তে পারেন। এখানে Yamaha R15 V4 কীভাবে পকেট ফ্রেন্ডলি দামে কিনবেন তার উপায় বলব।
Yamaha R15 V4 প্রতি লিটারে 52 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। এর ওজন 141 কেজি আর সিটের উচ্চতা 815 মিলিমিটার। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিট আর হুইলবেস 1325 মিলিমিটার। Yamaha R15 V4-এর দৈর্ঘ্য 1990 মিলিমিটার, প্রস্থ 725 মিলিমিটার আর উচ্চতা 1135 মিলিমিটার। এই বাইকে আপনারা 2 বছর অথবা 30 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন।
Yamaha R15 V4 বাইকের মাইলেজ
এই বাইকে 155cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফিউল ইনজেকটেড, BS6 ফেজ 2 পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 10,000 rpm-এ 18.1 bhp শক্তি ও 7,500 rpm-এ 14.2 Nm টর্ক উৎপাদন করে। Yamaha R15 V4 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার বেগে ছুটতে পারে।
এতে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর 1.76 লিটারের রিজার্ভ ফিউল ক্যাপাসিটি রয়েছে। ARAI অনুসারে, এই বাইক প্রতি লিটারে 51.4 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তবে বাস্তবে Yamaha R15 V4 প্রতি লিটার পেট্রোলে 45 কিলোমিটার মাইলেজ দেয়। এই বাইকের ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এর কম্প্রেশন রেশিও 11.6:1।
Yamaha R15 V4 বাইকের ফিচার্স
এর সামনে USD ফোর্ক আর পিছনে মোনোক্রশ সাসপেনশন রয়েছে। সুরক্ষার জন্য এই বাইকে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। Yamaha R15 V4-এ ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে 17 ইঞ্চির অ্যালয় হুইল। এই মডেলে টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে।
এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পেয়ে যাবেন। Yamaha R15 V4-এ ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ফিউল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, ডিজিটাল ট্যাকোমিটার, স্ট্যান্ড অ্যালার্ম, গিয়ার ইন্ডিকেটর, লো ফিউল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটরের সুবিধা রয়েছে। এছাড়া এই বাইকে LED হেডলাইট, LED টেইল লাইট, LED টার্ন সিগন্যাল, পাস লাইট, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি রয়েছে।
Yamaha R15 V4 বাইকের দাম
এই বাইকের অন রোড দাম 2 লাখ 18 হাজার 416 টাকা। তবে 10 হাজার 290 টাকা ডাউন পেমেন্ট করলে কিনতে পারবেন। তাহলে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 7 হাজার 371 টাকা করে EMI দিতে হবে।