Bike Loan

Yamaha R15 V4: কিলার লুকে বাজার কাঁপাবে ইয়ামাহা! এবার মধ্যবিত্তের নাগালে স্পোর্টস বাইক, একদম সস্তায় পেয়ে যাবেন

Aindrila Dhani

Published on:

yamaha-r15-v4-bike-july-2024

Yamaha R15 V4: আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? এবার বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন স্পোর্টস বাইক। যুবকদের মধ্যে আগাগোড়াই বাইক নিয়ে আলাদা উত্তেজনা দেখা যায়। সেই উত্তেজনা স্পোর্টস বাইকের ক্ষেত্রে খানিকটা বেড়ে যায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দাম। ভারতীয় বাজারে বাজেট ফ্রেন্ডলি দামে স্পোর্টস বাইক প্রায় পাওয়া যায় না বললেই চলে। কিন্তু এবার Yamaha R15 V4 একদম সস্তায় পেয়ে যাবেন আপনি।

Yamaha R15 V4 প্রতি লিটারে 52 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।‌ এর ওজন 141 কেজি আর সিটের উচ্চতা 815 মিলিমিটার। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিট আর হুইলবেস 1325 মিলিমিটার। Yamaha R15 V4-এর দৈর্ঘ্য 1990 মিলিমিটার, প্রস্থ 725 মিলিমিটার আর উচ্চতা 1135 মিলিমিটার। এই বাইকে আপনারা 2 বছর অথবা 30 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন।

Yamaha R15 V4: মাইলেজ

সবার প্রথমে আমরা Yamaha R15 V4-এর ইঞ্জিন ক্যাপাসিটি সম্পর্কে কথা বলব। এই বাইকে 155cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, BS6 পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 10,000 rpm-এ 18 bhp শক্তি ও 7,500 rpm-এ 14.2 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে। এতে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক।

Yamaha R15 V4: ফিচার্স

এই বাইকের ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, এতে বেশ কিছু আপডেটেড ফিচার ব্যবহার করেছে কোম্পানি। এখন থেকে আপনি Yamaha R15 V4-এ TFT ডিসপ্লে , AHO অটোমেটিক হেডলাইট, এলইডি ব্রেক টেইল লাইট, LED DRL, কল ও মেসেজ এলার্ট, ডিজিটাল ফিউল গেজ, গিয়ার ইন্ডিকেটর, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, চার্জিং সাপোর্ট, ইন্স্ট্রুমেন্ট কনসোল, ট্রিপ মিটার, ওডোমিটার, লো অয়েল ইন্ডিকেটর, কিল সুইচ ইত্যাদির সুবিধা পাবেন।

Yamaha R15 V4: দাম

দামের কথা বলতে গেলে, Yamaha R15 V4 আলাদা আলাদা শহরে আলাদা আলাদা দামে পাওয়া যায়। তবে কোলকাতায় এই বাইকের অন রোড দাম 1.78 লাখ টাকা থেকে 1.99 লাখ টাকার মধ্যে। মুম্বাই, চেন্নাই ওপুনেতে এই বাইকের অন রোড দাম 1.83 লাখ লাখ টাকা থেকে 1.99 লাখ টাকার মধ্যে। অপরদিকে লক্ষ্ণৌতে এর অন রোড দাম 1.81 লাখ টাকা থেকে 1.99 লাখ টাকার মধ্যে।