ইয়ামাহা স্পোর্টস বাইকের জন্য পরিচিত। আজকাল এই কোম্পানির স্পোর্টস বাইকে বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই ইয়ামাহায বাইক কিনতে পছন্দ করেন। আজ আমরা আপনাদের ইয়ামাহার এমন একটি বাইক সম্পর্কে বলতে যাচ্ছি যেটি আজকাল ট্রেন্ডে রয়েছে।
আমরা কথা বলছি Yamaha R15 V4-এর সম্পর্কে। এই বাইকটি গ্রাহকদের অনেক ভালোবাসা পাচ্ছে। সম্প্রতি ইয়ামাহা এই মডেলটিকে আপডেট করেছে আর নতুন ফিচার সহ বাজারে লঞ্চ করেছে। অনেকেই এর ফিচার্স সম্পর্কে জানেন না। তাই আজ আমরা আপনাদের Yamaha R15 V4-এ উপলব্ধ টপ ফিচার্স সম্পর্কে জানাব।
Yamaha R15 V4: শক্তিশালী ইঞ্জিন
যদি আমরা এই বাইকটিতে উপলব্ধ ইঞ্জিন সম্পর্কে কথা বলি, তাহলে আপনারা এতে খুব শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। যদি ভাল এবং শক্তিশালী ইঞ্জিনের বাইকের খোঁজে থাকেন তবে Yamaha R15 V4 আপনাদের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই বাইকে 155cc-র ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। মাইলেজের কথা বললে, এই বাইক প্রতি লিটারে সহজেই 52 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
Yamaha R15 V4: আপডেটেড ফিচার্স
Yamaha R15 V4 বাইকটিতে উপলব্ধ ফিচার্সের সম্পর্কে কথা বলতে গেলে, এই মডেলে ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, ডিজিটাল ট্যাকোমিটার, ব্লুটুথ সংযোগ, বাই-ফাংশনাল এলইডি, এলইডি পজিশন লাইট, এলইডি টেইল লাইট, ওয়াইফাই কানেক্টিভিটি, সাইড ইন্ডিকেটর, গিয়ার বক্স পজিশন ইন্ডিকেটরের মতো দুর্দান্ত ফিচার্স পেয়ে যাবেন। এছাড়া এই বাইকটিতে অনেক উন্নত ফিচারের সুবিধা রয়েছে।
Yamaha R15 V4: দাম
আমরা যদি Yamaha R15 V4 বাইকের দামের কথা বলি তাহলে অবাক হয়ে যাবেন। এর দাম আপনাদের খুশি করবে। এই ধরনের দুর্দান্ত ফিচার্স সহ আপনি এই বাইকটি প্রায় 1.80 লক্ষ টাকায় পেয়ে যাবেন।