Bike Loan

Yamaha R15 V4: চাবুক গতিতে দৌড়াবে ইয়ামাহার আগুন বাইক! যুবকরা ছুটছে এই বাইক কিনতে, প্রতি মাসে 3 হাজার টাকা কিস্তি

Aindrila Dhani

Published on:

yamaha-r15-v4-bike-2024

Yamaha R15 V4: ইয়ামাহা স্পোর্টস বাইকের জন্য পরিচিত। আজকাল এই কোম্পানির স্পোর্টস বাইকে বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই ইয়ামাহার বাইক কিনতে পছন্দ করেন। আজ আমরা আপনাদের ইয়ামাহার এমন একটি বাইক সম্পর্কে বলতে যাচ্ছি যেটি আজকাল ট্রেন্ডে রয়েছে। KTM-কে টক্কর দিতে দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে চলেছে Yamaha R15। ভারতীয় মার্কেটে ইতিমধ্যে একাধিক স্পোর্টি লুকের বাইক রয়েছে। এবার এই কোম্পানি Yamaha R15 V4 ভ্যারিয়েন্ট এনেছে।

Yamaha গত কয়েক দশক ধরে ভারতে ব্যবসা করছে। এই কোম্পানির অন্যতম বিখ্যাত মডেল হল Yamaha R15। এবার এই বাইকের চতুর্থ ভার্সন বাজারে নিয়ে এসেছে কোম্পানি। আকর্ষণীয় মাস্কুলার লুকের পাশাপাশি এতে পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন। মাত্র 36 হাজার টাকায় এই বাইক কেনা সম্ভব।

   

Yamaha R15 V4: ইঞ্জিন

কোম্পানি এই বাইকে 155 সিসির লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 18.4 পিএস শক্তি ও 14.2 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। Yamaha R15 V4 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটি 1 লিটার পেট্রোলে 55.20 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।

Yamaha R15 V4: ফিচার্স

এই বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ইউএসবি চার্জিং পোর্ট, একাধিক রাইডিং মোড রয়েছে। এছাড়া এলইডি টেইল লাইট, এলইডি হেডলাইট, টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।

Yamaha R15 V4: দাম

ইয়ামাহার এই স্পোর্টস বাইকটি বেশ সস্তা। আপনি মাত্র 1.82 লাখ টাকার এক্স শোরুম দামে এটি পেয়ে যাবেন। কিন্তু নগদে কিনতে না চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটাই নেওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনাকে 36 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর প্রতি মাসে 3 হাজার 844 টাকা করে ইএমআই জমা করতে হবে।