বাজারে ঝর তুলবে Yamaha R15, চোখ ধাঁধানো স্পোর্টস বাইক মাত্র 62 হাজারে!

yamaha-r15-price-olx

Yamaha R15: ভারতীয় যুবকদের মধ্যে স্পোর্টস বাইকের জন্য এক আলাদা লেভেলের ক্রেজ দেখা যায়। বর্তমানে ভারতীয় বাজারে আপনারা বহু স্পোর্টস বাইক দেখতে পেয়ে যাবেন। কিন্তু Yamaha R15 আজও সেগুলির মধ্যে থেকে অন্যতম। এই বাইকটি লঞ্চ হওয়ার সাথে সাথেই গ্রাহকদের মন জিতে নিয়েছিল। আর সেই আকর্ষণ আজও বজায় আছে। দামের দিক থেকে অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় খানিকটা বাজেট ফ্রেন্ডলি Yamaha R15। তবে এই টাকা দিয়েও সকলের পক্ষে এই বাইক কেনা সম্ভব হয় না। তাই আপনাদের জন্য রয়েছে দারুণ খবর। এবার মাত্র 62 হাজার টাকা খরচ করলেই কিনতে পারবেন Yamaha R15! জেনে নিন বিস্তারিত।

Yamaha R15-এ 155cc ইঞ্জিন রয়েছে। এটি 55 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। এছাড়া রয়েছে দারুন ফিচার্স। এই স্পোর্টস বাইকটি এবার নিজের সাধ্যের মধ্যেই কিনতে পারবেন আপনারা।

Yamaha R15 বাইকের ইঞ্জিন ও মাইলেজ

এই বাইকে 155cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 18.1 bhp শক্তি ও 14.2 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এই বাইকে 6 স্পিড গিয়ারবক্স রয়েছে। প্রতি লিটারে 55 কিলোমিটার মাইলেজ দিতে পারে Yamaha R15।

Yamaha R15 মডেলের ফিচার্স

এই বাইকে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, কুইক সিফ্টার, আপসাইড ডাইন ফ্রন্ট ফোর্ক, ডুয়াল চ্যানেল ABS, 140 মিলিমিটারের রেডিয়্যাল টায়ার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ স্যুইচ ইত্যাদি ফিচার রয়েছে।

Yamaha R15 কিনুন মাত্র 62 হাজার টাকায়

এই বাইকের এক্স শোরুম মূল্য 1.80 লাখ টাকা। তবে আপনারা Yamaha R15 -এর সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন। সম্প্রতি Olx ওয়েবসাইটে এই বাইকের একটি পুরনো মডেল বিক্রির জন্য লিস্ট করা হয়েছে। ওই মডেলটি 30 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এটি আপনারা 62 হাজার টাকায় কিনতে পারবেন।