Bike Loan

Yamaha R15: গার্লফ্রেন্ডকে করে দেবে ইমপ্রেস! বাইকের রাজা ইয়ামাহা বাজার কাঁপাবে সেরা লুকে, কিস্তি মাত্র নামে

Aindrila Dhani

Published on:

yamaha-r15-bike-august

Yamaha R15 : Yamaha বিগত কয়েক দশক ধরে ভারতে ব্যবসা করছে। এই কোম্পানির স্পোর্টস বাইক আমাদের দেশে বেশ জনপ্রিয়। এই সেগমেন্টে আপনারা Yamaha R15 পেয়ে যাবেন। এই মডেলটি ভারতের যুবকদের মধ্যে খুবই বিখ্যাত। এর আগ্রাসী স্পোর্টি লুক একে অন্যদের তুলনায় পৃথক করে।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Yamaha R15-এর সম্পর্কে। এতে মডার্ন ফিচার যেমন রয়েছে ঠিক তেমন ভাবেই রয়েছে দীর্ঘ মাইলেজ ক্যাপাসিটি। আপনাদের প্রয়োজনের সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে এই মডেলে। এছাড়া সুরক্ষার দিকেও কোন খামতি রাখেনি কোম্পানি। আপনারা এতে একাধিক রংয়ের বিকল্প পেয়ে যাবেন।

   

Yamaha R15: শক্তিশালী ইঞ্জিন

এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এতে 155 সিসির 4 স্ট্রোক, 4 ভালভ, সিঙ্গেল সিলিন্ডার, SOHC পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই শক্তিশালী ইঞ্জিন 18.4 পিএস শক্তি ও 14.2 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

Yamaha R15: আধুনিক ফিচার্স

ইয়ামাহা এই বিখ্যাত বাইকে আপনারা স্ট্যান্ডার্ড ফিচার্সের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, বাই ফাঙ্কশনাল এলইডি হেড লাইট, বিবিএ ইন্ডিকেটর, স্মার্টফোন ও ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার বক্স পজিশন ইন্ডিকেটর, কুইক সিফ্টার ইত্যাদি। এর পাশাপাশি আপনারা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এলইডি পজিশন লাইট, এলইডি টেইল লাইট, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ফিউল মিটার, ডুয়াল হর্ন-এর সুবিধা পাবেন।

Yamaha R15: দাম

দামের কথা বলতে গেলে, Yamaha R15 আপনারা 1.82 লাখ টাকার প্রারম্ভিক এক্স শোরুম মূল্যে কিনতে পারবেন। এছাড়া এর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.97 লাখ টাকা।