Yamaha R15: একসময় প্রতিটি রাস্তায় Yamaha R15 দেখা যেত। এই মডেল এত বেশি পপুলার হয়ে গেছিল, যে অনেকে ‘ছাপড়ি’ মনে করা শুরু করেন। আসলে এই বাইক তুলনামূলক হালকা হওয়ার কারণে ভালো স্টান্ট করা যেত। তাই অনেক টিকটকার এই বাইক ভিডিও বানাতে ব্যবহার করতেন। আরও একবার আকর্ষণীয় লুক সহ লঞ্চ হতে চলেছে Yamaha R15। জেনে নিন বিস্তারিত।
Yamaha বিগত কয়েক দশক ধরে ভারতে সফলভাবে ব্যবসা করছে। নতুন লুকে লঞ্চ হতে চলেছে Yamaha R15। আকর্ষণীয় লুক আর এডভান্স ফিচারের এই বাইকের দাম কত? ডিজাইন কেমন রাখা হয়েছে?
Yamaha R15 বাইকের ডিজাইন
আগের থেকে আরও বেশি আকর্ষণীয় করা হয়েছে এই বাইকের ডিজাইন। এই বাইকের হেডলাইট ইউনিটে আধুনিক ও আকর্ষণীয় লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া এতে রয়েছে মাস্কুলার ট্যাংক ও অ্যালয় হুইল। সব মিলিয়ে স্পোর্টি লুক রাখা হয়েছে এই বাইকের।
Yamaha R15: ইঞ্জিন
এই বাইকে 155cc -র লিকুইড কুল্ড, 4 স্ট্রোক ইঞ্জিন থাকবে। যা 10,000 rpm -এ 18.4 Ps শক্তি ও 7,500 rpm -এ 14.2 Nm টর্ক উৎপাদন করে। Yamaha R15 বাইকে 2 টি রাইডিং মোড রয়েছে- ট্র্যাক ও স্ট্রিট।
Yamaha R15 বাইকের ফিচার্স
এই বাইকে হাই কোয়ালিটির ফিচার পেয়ে যাবেন। Yamaha R15 মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড এলার্ট, ফুয়েল ইন্ডিকেটর সহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া নাইট মোড ও চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন এতে।
Yamaha R15 বাইকের দাম
ভারতীয় বাজারে Yamaha R15 বাইকের দাম 1 লাখ 81 হাজার 90 টাকা। এটি আপনারা ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারবেন।