Yamaha PG-1: আপনি কি নতুন বাইক কেনার কথা ভাবছেন? ইয়ামাহা নিয়ে এসেছে ইউনিক ডিজাইনের বাইক। একবার দেখলে আর চোখ ফেরাতে পারবেন না। দামও সাধ্যের মধ্যে। সাথে রয়েছে ফাইন্যান্স প্ল্যানের সুবিধা।
ইয়ামাহা একটি বিখ্যাত অটোমোবাইল কোম্পানি। এই কোম্পানি বহু বছর ধরে ভারতে সফলভাবে ব্যবসা করে চলেছে। নব্বইয়ের দশকে ইয়ামাহা ভারতীয় অটোমোবাইল সেক্টরে রীতিমতো রাজত্ব করত। এখনও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এই কোম্পানির। এবার ইয়ামাহা বাজারে এনেছে নতুন বাইক। যাঁরা ইউনিক ডিজাইনের বাইক কিনতে পছন্দ করেন, তাঁরা এই মডেলটি নিজেদের কালেকশনে রাখতে পারেন। এছাড়া বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে মধ্যবিত্ত মানুষেরাও এটি কিনতে পারবেন। রয়েছে আধুনিক ফিচারের সুবিধা আর শক্তিশালী ইঞ্জিন। প্রতি লিটার 72 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এটি। ফলে এই বাইক চালিয়ে কাছাকাছি আপনারা চলে যেতে পারবেন। এই প্রতিবেদনে আমরা কথা বলছি Yamaha PG-1 বাইকের সম্বন্ধে।
Yamaha PG-1: ফিচার্স
সবার প্রথমে আমরা বাইকটির ফিচার সম্বন্ধে কথা বলব। এতে আধুনিক ফিচারের সুবিধা রয়েছে। এই মডেলে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল অডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ইউএসবি চার্জিং পোর্ট, আরামদায়ক সিট ইত্যাদি পেয়ে যাবেন। এছাড়া রাতে বাইক চালানোর জন্য এলইডি হেড লাইট আর এলইডি ইন্ডিকেটরের ব্যবহার করা হয়েছে। সুরক্ষার জন্য সামনের চাকার ডিস্ক ব্রেক আর পিছনে চাকায় ড্রাম ব্রেক দিয়েছে কোম্পানি। এর পাশাপাশি টিউবলেস টায়ার ও অ্যালয় হুইল রয়েছে।
Yamaha PG-1: ইঞ্জিন
ইঞ্জিনের কথা বলতে গেলে, এই বাইকে 125 সিসির এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এটি 12.5 পিএস শক্তি 12 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। Yamaha PG-1 প্রতি লিটার পেট্রোলে 71 কিলোমিটার থেকে 72 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।
Yamaha PG-1: দাম
আকর্ষণীয় চেহারা, ইউনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচার্স সমৃদ্ধ এই বাইক আপনার গ্যারেজের শোভা বৃদ্ধি করবে। এছাড়া দৈনন্দিন কাজেও এটি ব্যবহার করতে পারবেন। Yamaha PG-1-এর এক্স শোরুম দাম শুরু হয়েছে 90 হাজার টাকা থেকে।