Bike Loan

Yamaha NMAX 155: স্টাইলিশ লুক সহ স্মার্ট ফিচারে ঠাসা! ইয়ামাহার স্কুটি টেক্কা দেবে নামি দামি বাইককেও, লং ড্রাইভের জন্য সেরা স্কুটি

Aindrila Dhani

Published on:

yamaha-nmax-155-scooty-price

Yamaha NMX 155: আপনি কি নতুন স্কুটারের খোঁজ করছেন? স্টাইলিশ লুকের দীর্ঘ মাইলেজ সহ রাস্তা কাঁপাতে চলে এসেছে ইয়ামাহার স্কুটার। এই স্কুটারটির সরাসরি প্রতিযোগিতা হবে Hero Duet-এর সাথে। আকর্ষণীয় ডিজাইন ও স্মার্ট ফিচার্সের এই স্কুটারটি বাড়ি আনতে পারেন।

শক্তিশালী ইঞ্জিন, আকর্ষণীয় ডিজাইন ও স্মার্ট ফিচার সহ আপনাদের মন জিততে এসেছে Yamaha NMAX 155। এতে লিকুইড কুলিং সিস্টেমের ব্যবহার করেছে কোম্পানি। ফলে ইঞ্জিন ঠান্ডা থাকবে। এই স্কুটারে আরামদায়ক ও লম্বা সিট রয়েছে। এই কারণে লম্বা সফরে গেলেও ক্লান্তি অনুভব হবে না‌।

   

Yamaha NMAX 155: স্টাইলিশ লুক

এই স্কুটারের ডিজাইন ভীষণ আকর্ষণীয়। এর সামনের দিকের লুক বেশ এগ্রেসিভ। Yamaha NMAX 155-এ ব্যবহৃত এলইডি লাইটিং এর লুক আরো বেশি নজরকাড়া করে তুলেছে। এছাড়া এদের ব্যবহার করা হয়েছে আরামদায়ক ও লম্বা সিট। যার ফলে আপনারা দীর্ঘ পথ যাতায়াত করার সময় ক্লান্ত হবেন না। এছাড়া এতে বেশ খানিকটা স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে।

Yamaha NMAX 155: শক্তিশালী ইঞ্জিন

এই স্কুটারে 155সিসির লিকুইড কুল্ড শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এই ইঞ্জিন দ্রুত গতিবেগ ও দুর্দান্ত পিক আপ দিতে পারে। শহর হোক বা গ্রাম অথবা হাইওয়ে Yamaha NMAX 155 সর্বত্রই ভালো পারফরম্যান্স দেয়। লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করার জন্য এই স্কুটারের ইঞ্জিন দ্রুত ঠান্ডা হয়ে যায়।

Yamaha NMAX 155: স্মার্ট ফিচার্স

এতে ব্যবহৃত স্মার্ট ফিচার্স আপনাদের রাইডিং আরো আনন্দদায়ক করে তুলবে। এতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া সুরক্ষার জন্য এন্টি লক ব্রেকিং সিস্টেম তো রয়েছেই। পাশাপাশি এই স্কুটারে স্টাইল, পারফরম্যান্স আর ফিচারের একদম পারফেক্ট কম্বিনেশন উপভোগ করতে পারবেন আপনারা। এই দামের মধ্যে Yamaha NMAX 155 একদম উপযুক্ত একটি মডেল।