Bike Loan

Yamaha NMAX 155: কল্পনাকেও হার মানাবে ইয়ামাহার এই স্কুটি! ফোন চার্জিং সহ দুরন্ত ফিচারে ঠাসা

Aindrila Dhani

Published on:

yamaha-nmax-155-scooter-price-2024

Yamaha NMAX 155: আমাদের দেশে স্কুটারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সেগমেন্টে একাধিক কোম্পানি নিজেদের স্কুটার লঞ্চ করেছে। তবে আজকে আমরা 155cc সেগমেন্টে Yamaha-র একটি স্কুটার সম্পর্কে কথা বলব। দারুন পারফর্মেন্স দেওয়ার পাশাপাশি এতে রয়েছে আধুনিক ফিচার্সের সুবিধা। জেনে নিন বিস্তারিত।

Yamaha একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বাইক মার্কেটে এই কোম্পানিকে হারানো মুশকিল। গত কয়েক দশক ধরে ভারতীয়দের বিশ্বাস বজায় রেখে ব্যবসা করছে এই কোম্পানি। এবার ভারতীয় বাজারে স্কুটার লঞ্চ করতে চলেছে Yamaha। এই প্রতিবেদনে আমরা Yamaha NMAX 155-এর সম্পর্কে কথা বলব। দীর্ঘ মাইলেজ দিতে পারে এই মডেল। এতে রয়েছে LED DRL।

   

Yamaha NMAX 155: ইঞ্জিন

এই স্কুটারে 155cc-র লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে। যা 14.9 bhp শক্তি ও 13.5 Nm টর্ক উৎপাদন করে। এটি বেশ শক্তিশালী ইঞ্জিন‌‌। এই একই ইঞ্জিন Yamaha R15-এও ব্যবহার হয়।

Yamaha NMAX 155: মাইলেজ

এখন পেট্রোল আর ডিজেলের যা দাম, তা দেখে বেশি মাইলেজের স্কুটার নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন গ্রাহকরা। Yamaha NMAX 155 প্রতি লিটারে 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Yamaha NMAX 155: ডিজাইন

এই স্কুটারের লুক বেশ আকর্ষণীয়। এর ডিজাইনে এগ্রেসিভ ও স্পোর্টি ধরনের দিকে বেশি নজর রাখা হয়েছে। এতে তীক্ষ্ণ হেডলাইটের ব্যবহার করা হয়েছে। সামনে LED DRL আর LED টেইল লাইটের ব্যবহার করে লুকটি আরও বেশি ফুটিয়ে তোলা হয়েছে।

Yamaha NMAX 155: ফিচার্স

এই স্কুটারে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এটি ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করা সম্ভব। এছাড়া অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে এই স্কুটারে। Yamaha NMAX 155-এ আন্ডারসিট স্টোরেজ আর ফোন চার্জিং সাপোর্ট রয়েছে।

Yamaha NMAX 155: দাম

নতুন জেনারেশনের দিকে তাকিয়ে Yamaha NMAX 155-র ডিজাইন স্টাইলিশ ও স্পোর্টি ধরনের করা হয়েছে‌। ভারতীয় বাজারে এই স্কুটারের এক্স শোরুম দাম 1.30 লাখ টাকা থেকে 1.35 লাখ টাকার মধ্যে।