Yamaha Neos EV: ইলেকট্রিক গাড়ির চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এখন ভারতীয় অটোমোবাইল সেক্টরে ইলেকট্রিক গাড়ির বাজার রমরমা। ইলেকট্রিক ফোর হুইলারের পাশাপাশি এখন ইলেকট্রিক টু হুইলার বাজারে উপলব্ধ রয়েছে। ইয়ামাহা নিয়ে এসেছে এমনই একটি মডেল।
ইলেকট্রিক টু হুইলার ব্যবহার করলে পরিবেশ দূষণ রোধ হয়। এছাড়া পেট্রোল আর ডিজেলের খরচ বেঁচে যায়। ইয়ামাহা বহু বছর ধরে ভারতে ব্যবসা করে চলেছে। এই কোম্পানি একটা সময় ভারতীয় অটোমোবাইল সেক্টরে রীতিমতো রাজত্ব করেছে। এখন অবশ্য বেশ কিছু নতুন কোম্পানি লঞ্চ হয়েছে। তবে ইয়ামাহার জনপ্রিয়তা এতটুকু হ্রাস পায়নি। ইয়ামাহা নিয়ে এসেছে Yamaha Neos EV। সিঙ্গেল চার্জে এটি 160 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে। এটি চালিয়ে আপনারা লং ড্রাইভেও যেতে পারবেন।
Yamaha Neos EV: ফিচার্স
কোম্পানি এই স্কুটারে আকর্ষণীয় ও অ্যাডভান্স ফিচারের ব্যবহার করেছে। এতে আপনারা মডার্ন সব ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এই স্কুটারে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, টিউবলেস টায়ার, এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, ইউ এস বি চার্জিং সাপোর্ট, সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক ইত্যাদি।
Yamaha Neos EV: ব্যাটারি
কোম্পানি এই স্কুটারে দুটি ব্যাটারির ব্যবহার করেছে। এতে আপনারা 2.8 কিলোওয়াট ক্যাপাসিটির ব্যাটারির পাশাপাশি 3.4 কিলোওয়াট ব্যাটারির সুবিধা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে শক্তিশালী ইলেকট্রিক মোটরের সুবিধা। এই ব্যাটারির সাহায্যে Yamaha Neos EV সিঙ্গেল চার্জে 160 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে।
Yamaha Neos EV: দাম
এই ইলেকট্রিক স্কুটারটি আপনারা বেশ কম দামে কিনতে পারবেন। এতে ব্যবহৃত ফিচার্স আর পারফরম্যান্সের দিকে তাকালে দামটি খুব কম বলেই মনে হবে। আবার দেখতেও বেশ আকর্ষণীয়। কোম্পানি 1.3 লাখ টাকার প্রারম্ভিক দামে এটি বাজারে লঞ্চ করেছে।