Bike Loan

Yamaha MT 15 V2: ফুর ফুরে মেজাজ হাওয়ায় উড়ছে মন! ইয়ামাহার আগুন বাইক, মাত্র 4,768 টাকা কিস্তি

Aindrila Dhani

Published on:

yamaha-mt-15-v2-price-and-emi-plan-2024

Yamaha-র বাইক ভারতে অনেকেই পছন্দ করেন। এই কোম্পানির বাইকের ডিজাইন বেশ আকর্ষণীয় হয়। এছাড়া শক্তিশালী ইঞ্জিনের কারণেও অনেকে এই কোম্পানির বাইক কিনতে চান। এই বছরের এপ্রিল মাসে Yamaha MT 15 V2 লঞ্চ হয়েছে। লঞ্চের পর থেকেই গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই বাইক। এই বাইকের ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন সব কিছুই বেশ ভালো লেগেছে।

Yamaha MT 15 V2-তে আধুনিক ফিচার্স পেয়ে যাবেন। এছাড়া এতে বেশ শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই বাইক প্রতি লিটারে 57 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। জেনে নিন বিস্তারিত।

Yamaha MT 15 V2: ইঞ্জিন ও পারফর্মেন্স

এই বাইকে শক্তিশালী ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে। এতে 155cc-র লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 10,000 rpm-এ 18.4 bhp শক্তি ও 7,500 rpm-এ 14.2 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া Yamaha MT 15 V2-এ ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। কোম্পানি দাবি করছে এই বাইক প্রতি লিটারে 56.87 কিলোমিটার মাইলেজ দেবে। কিন্তু গ্রাহকরা জানিয়েছেন Yamaha MT 15 V2 প্রতি লিটারে 48 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Yamaha MT 15 V2 বাইকের ফিচার্স

এই বাইকে পাওয়ারফুল ব্রেক, সিঙ্গেল চ্যানেল ABS, দুর্দান্ত হ্যান্ডেলিং, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, LED হেডলাইট, টেইল লাইট, ফুয়েল ইনজেকশন সিস্টেম এর মতো আধুনিক ফিচার্স রয়েছে।

Yamaha MT 15 V2 বাইকের দাম

এই কোম্পানির বাইক খানিকটা দামি হয়। আসলে এই বাইকের ডিজাইন, ইঞ্জিন আর ফিচার্সের কোয়ালিটি অনেকটাই ভালো। ভারতে Yamaha MT 15 V2-এর এক্স শোরুম দাম 1.68 লাখ টাকা থেকে 1.74 লাখ টাকার মধ্যে। তবে আপনারা ফাইনান্স প্ল্যানে এই বাইক কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 20,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর 36 মাসের জন্য প্রতি মাসে 4,768 টাকা করে EMI দিতে হবে।