Bike Loan

Yamaha MT 15 V2: মার্কেট কাঁপাবে ড্যাশিং লুকে! ইয়ামাহার আগুন বাইক, মাত্র 4,768 টাকা কিস্তি

Pushpita Baral

Published on:

yamaha-mt-15-v2-2024

ইয়ামাহা এই বছর তাদের নতুন Yamaha MT 15 V2 বাইক লঞ্চ করেছে। যেটি অল্প সময়ের মধ্যেই মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখন কোম্পানি এতে নতুন কালার প্যালেট যুক্ত করেছে। পাশাপাশি, এই মডেলে মনস্টার এনার্জি মটোজিপি সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শক্তিশালী বাইকটিতে একটি 155 cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা 10000 rpm-এ সর্বোচ্চ 18.4 PS শক্তি এবং 7500 rpm-এ 14.1 Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করে।

   

Yamaha MT 15 V2: কালার ভেরিয়েন্ট এবং ডিজাইন

ইয়ামাহা MT 15 V2 বাইকটি 4টি আকর্ষনীয় রঙে লঞ্চ করা হয়েছে। যথা: সায়ান স্টর্ম, রেসিং ব্লু, আইস ফ্লু-ভারমিলিয়ন এবং মেটালিক ব্ল্যাক। এই রঙগুলির সাথে এর স্টাইলিশ গ্রাফিক্স এর দুর্দান্ত স্টাইলিং এবং স্পোর্টি চেহারাকে আরও আকর্ষনীয় করে তুলেছে। লুক সম্পর্কে কথা বললে, এতে রয়েছে একটি সিঙ্গেল-পড প্রজেক্টর এলইডি হেডল্যাম্প। যার সঙ্গে এলইডি ডিআরএল, ফুয়েল ট্যাঙ্ক এবং টেল-সেকশন রয়েছে।

Yamaha MT 15 V2: ইঞ্জিন এবং মাইলেজ

MT 15 V2 একটি 155cc সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনটিতে VVA প্রযুক্তি এবং একটি 6-স্পীড গিয়ারবক্স রয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10,000rpm-এ 18.4bhp শক্তি এবং 7,500rpm-এ 14.2Nm পিক টর্ক জেনারেট করে। MT 15 V2 বাইকের মাইলেজ প্রতি লিটারে 56.87 কিলোমিটার।

Yamaha MT 15 V2: বৈশিষ্ট্য

এই বাইকটিতে একটি সিঙ্গেল পড এলইডি হেডল্যাম্প, এলইডি ডিআরএল, সাইড স্লাং এক্সজস্ট এবং নতুন ফ্রন্ট ফর্ক রয়েছে। এছাড়াও, এতে ইয়ামাহার ওয়াই-কানেক্ট অ্যাপের সাথে ব্লুটুথ সংযোগ সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। নিরাপত্তার জন্য, এর সামনে এবং পিছনে একক চ্যানেল ABS সহ 17-ইঞ্চি চাকা রয়েছে, যার সামনে 100/80 এবং পিছনে 140/70 টিউবলেস টায়ার লাগানো হয়েছে।

Yamaha MT 15 V2: টপ স্পীড এবং ক্যাপাসিটি ও দাম

এই বাইকের সর্বোচ্চ গতি 130 kmph এবং এটির 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্ষমতা রয়েছে। এতে সিঙ্গেল চ্যানেল এবিএস, এলইডি টেইল লাইট, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল টেকোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি এবং কল এবং মেসেজ ফিচারের মতো অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে।

Yamaha MT 15 V2-এর এক্স শোরুম দাম 1.68 লাখ টাকা থেকে 1.74 লাখ টাকার মধ্যে। তবে আপনারা ফাইনান্স প্ল্যানে এই বাইক কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 20,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর 36 মাসের জন্য প্রতি মাসে 4,768 টাকা করে EMI দিতে হবে।