Bike Loan

Yamaha MT 15: সুযোগ ফসকাবেন না! কমে গেছে দাম, পূরণ হবে গরিবের স্বপ্ন

Aindrila Dhani

Published on:

yamaha-mt-15-new-colour

Yamaha MT 15 New Colour: ভারতীয় বাজারে Yamaha-র ব্যবসা রমরমা। সম্প্রতি Yamaha MT 15-এর কারণে এই কোম্পানি আবার চর্চায় উঠে এসেছে। এই বাইকের নতুন পেইন্ট স্কিম অটোমোবাইল বাজারে এন্ট্রি নিয়েছে। এছাড়া দামেও পরিবর্তন এসেছে। যদিও আগের দামের সাথে খুব একটা পার্থক্য নেই। তবে আপনারা যদি Yamaha MT 15 কেনার কথা ভেবে থাকেন, এই সুযোগ কাজে লাগান।

Yamaha MT 15 বাইকে 155cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই মডেলে আগে থেকেই 8 টি রঙের অপশন রয়েছে। এবার নতুন রং যুক্ত করা হয়েছে। Yamaha MT 15 বাইকের দাম কত? কী কী ফিচার্স রয়েছে? জেনে নিন বিস্তারিত।

Yamaha MT 15: ইঞ্জিন

Yamaha MT 15 বাইকে 155cc-র লিকুইড কুল্ড 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে। যা 18 Ps শক্তি ও 14 Nm টর্ক উৎপাদন করে। এতে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 56 কিলোমিটার মাইলেজ দিতে পারে এটি।

Yamaha MT 15: সাসপেনশন ও ব্রেক

এই বাইকে 37 মিলিমিটারের আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক ও লিঙ্কড টাইপ রেয়ার মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া Yamaha MT 15 মডেলে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক ও 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

Yamaha MT 15 বাইকের ফিচার্স

এই বাইকে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, কল নোটিফিকেশন, SMS নোটিফিকেশন, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ক্লকের মতো ফিচার রয়েছে। এর সাথে Yamaha MT 15-এ LED হেডলাইট, LED টেইল লাইট, ফুয়েল গেজ ও টার্ন সিগন্যালের সুবিধা রয়েছে।

Yamaha MT 15 বাইকের দাম

Yamaha MT 15-এ ডার্ক গ্রিন রং যুক্ত করা হয়েছে। এই বাইকের এক্স শোরুম দাম ছিল 1.74 লাখ টাকা। বর্তমান এই মডেলের দাম কমিয়ে 1.72 লাখ টাকা করা হয়েছে।