Bike Loan

Yamaha MT 15: যুবকদের মন উরু উরু! লাগবে না মোটা টাকা, মাসে 6 হাজার করে কিস্তি

Aindrila Dhani

Published on:

yamaha-mt-15-features-and-emi-plan-2024

আপনি কি স্পোর্টস বাইক কিনতে চাইছেন? বাজেটের জন্য কিনতে পারছেন না! এবার মাত্র 22 হাজার টাকায় কিনতে পারবেন নিজের পছন্দের স্পোর্টস বাইক। এতে পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন আর আকর্ষণীয় ডিজাইন। জেনে নিন বিস্তারিত।

Yamaha একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির বাইকের কোয়ালিটি নিয়ে কোন দ্বিমত নেই। প্রিমিয়াম কোয়ালিটির ফিচার ও আকর্ষণীয় ডিজাইন পেয়ে যাবেন এই কোম্পানির বাইকে। এবার মাত্র 22 হাজার টাকায় কিনতে পারবেন Yamaha MT 15। এই মডেলে হয়েছে শক্তিশালী ইঞ্জিন। এটি প্রতি লিটারে 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Yamaha MT 15 বাইকের ফিচার্স

সবার প্রথমে Yamaha MT 15-এর ফিচার্স সম্বন্ধে কথা বলব। এই বাইকে আপনারা প্রয়োজনীয় আধুনিক ফিচার্স পেয়ে যাবেন। এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল আর ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা। বাইক চালানোর সময় এতে SMS আর কলের নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া এই মডেলে ডিজিটাল স্পিডোমিটার আর ডিজিটাল ওডোমিটার রয়েছে। এর সম্পূর্ণ লুককে আকর্ষণীয় করে তোলার জন্য টার্ন সিগনাল ল্যাম্প, LED হেডলাইট ও LED টেইল লাইট দেওয়া হয়েছে।

Yamaha MT 15: ইঞ্জিন

Yamaha MT 15-এ 155cc-র লিকুইড কুল্ড 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে। যা 18.4 Ps শক্তি ও 14.1 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে Yamaha MT 15।

Yamaha MT 15 বাইকের দাম

Yamaha MT 15-এর এক্স শোরুম দাম 1.68 লাখ টাকা থেকে শুরু হয়। অপরদিকে এই স্পোর্টস বাইকের টপ মডেলের এক্স শোরুম দাম 1.74 লাখ টাকা। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 21 হাজার 500 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর 3 বছরের জন্য 10 শতাংশ সুদে 6 হাজার 496 টাকা করে প্রতি মাসে EMI দিতে হবে।