Bike Loan

যুবকদের প্রথম পছন্দ ইয়ামাহা, শহর কাঁপাতে বাজারে Yamaha MT 15‌‌! 6 হাজার টাকার মাসিক কিস্তিতে আজই তুলুন ঘরে

Published on:

yamaha-mt-15-emi-details

Yamaha MT 15: শহর কাঁপাতে চলে এসেছে Yamaha MT 15‌‌। যুবকদের প্রথম পছন্দ ইয়ামাহা। এই কোম্পানির জনপ্রিয় মডেলের সম্পর্কে কথা বলব। এই স্পোর্টস বাইক ইতিমধ্যে ভারতে লঞ্চ করেছে কোম্পানি। এই বাইকের লুক বেশ আকর্ষণীয়‌। একবার দেখলে অবাক হয়ে যাবেন। এর দামও বেশ ভালো। মধ্যবিত্ত মানুষের কিনতে খুব একটা অসুবিধা হবে না।

   

আমরা কথা বলছি Yamaha MT 15-এর সম্পর্কে। এতে আপনারা দারুন স্পেসিফিকেশন আর আকর্ষণীয় লুক পেয়ে যাবেন। এছাড়া এই মডেল 45 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। মাত্র 5800 টাকাতেই Yamaha MT 15 নিজের নামে করতে পারবেন।

Yamaha MT 15: ইঞ্জিন

এই স্কুটারে আপনারা শক্তিশালী ইঞ্জিনের স্পোর্টস বাইক পেয়ে যাবেন। কোম্পানি এই মডেলে 155সিসির লিকুইড কুল্ড ইঞ্জিনের ব্যবহার করেছে। এর সাথে 5 স্পিড গিয়ার বক্সের বিকল্প রয়েছে। প্রতি লিটার পেট্রোলে Yamaha MT 15 প্রায় 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Yamaha MT 15: দাম

এই বাইকের অন রোড দাম 1 লাখ 65 হাজার 400 টাকা। আপনি যদি এই মডেলটি কিনতে চান তাহলে ফাইন্যান্স প্ল্যানে নিতে পারেন।

Yamaha MT 15: ফাইন্যান্স ফ্যান

আপনি যদি 30 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে 6 হাজার টাকার মাসিক কিস্তিতে Yamaha MT 15 আপনার বাড়ি নিয়ে যেতে পারবেন‌। এছাড়া মাত্র 40 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে 3 প্রতি বছরের জন্য প্রতি মাসে 5800 টাকা করে কিস্তি জমা করতে হবে।