Bike Loan

Yamaha MT 15: অল্প দামে স্পোর্টস বাইকের স্বপ্ন পূরণ! পকেটে 6 হাজার টাকা থাকলেই কেল্লাফতে

Aindrila Dhani

Published on:

yamaha-mt-15-bike-price

গত কয়েক বছরে বাইকের প্রতি তরুণ প্রজন্মের ক্রেজ অনেকটাই বেড়ে গেছে। বিশেষত স্পোর্টস বাইক ও স্পোর্টি লুকের বাইকের প্রতি তাদের ভালোবাসা চোখে পড়ার মতো। স্পোর্টস বাইক ভালো লাগলেও সবার পক্ষে কিন্তু কেনা সম্ভব হয়ে ওঠেনা। তাই কম দামের মধ্যে স্পোর্টস বাইক লঞ্চ হলেই অনেকে তা কেনার জন্য উঠেপড়ে লাগে। সচরাচর বাজেট ফ্রেন্ডলি দামে স্পোর্টস বাইক মার্কেটে উপলব্ধ থাকে না। তবে এবার থাকবে।

   

Yamaha একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির একাধিক বাইক ভারতের রাস্তায় দেখতে পাওয়া যায়। এই কোম্পানির বিখ্যাত স্পোর্টস বাইক Yamaha MT 15 এবার আপনারা নিজেদের সাধ্যের মধ্যে কিনতে পারবেন। Yamaha যুবকদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে দারুন একটি ফাইন্যান্স প্ল্যান। জেনে নিন বিস্তারিত।

Yamaha MT 15 মডেলের ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এতে 155cc -র ইঞ্জিন রয়েছে। যা 18.4 Ps শক্তি ও 14.2 Nm টর্ক উৎপাদন করে।‌ এই বাইকে 6‌ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।‌ প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে Yamaha MT 15।

Yamaha MT 15-র ফিচার্স

এই বাইকে আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক, মনোক্রশ সাসপেনশন, ডবল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ডিস্ক ব্রেক, 17 ইঞ্চির অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার সহ বেশকিছু ফিচার রয়েছে।

Yamaha MT 15 বাইকের ফাইন্যান্স প্ল্যান

আগে পছন্দের কোনো জিনিস কিনতে গেলে নগদেই কিনতে হতো। কিন্তু এখন সময় বদলেছে। আপনারা চাইলে নগদে পুরো টাকা না দিয়ে ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে নিজের পছন্দের জিনিস কিনতে পারবেন।

Yamaha MT 15 অনেকের স্বপ্নের বাইক। এই বাইক আপনার মাত্র 40 হাজার টাকায় কিনতে পারবেন। এই বাইকের এক্স শোরুম দাম 1.65 লাখ টাকা। আপনার বাজেট কম হলে EMI তে কিনতে পারবেন এটি। সেক্ষেত্রে আপনাকে 40 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর 12 শতাংশ সুদের হারে প্রতি মাসে 5 হাজার 858 টাকা EMI দিতে হবে। আপনাকে 3 বছর ধরে এই টাকা দিতে হবে। তবে ডাউন পেমেন্টের পরিমাণ নিজেদের সুবিধা মতো কম অথবা বেশি করতে পারবেন।