Yamaha MT 15 EMI: Yamaha একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির একাধিক বাইক ভারতের রাস্তায় দেখতে পাওয়া যায়। এই কোম্পানির বিখ্যাত স্পোর্টস বাইক Yamaha MT 15, এবার আপনারা নিজেদের সাধ্যের মধ্যে কিনতে পারবেন। Yamaha যুবকদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে দারুণ একটি ফাইন্যান্স প্ল্যান। জেনে নিন বিস্তারিত।
Yamaha MT 15-এ আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি রয়েছে এগ্রেসিভ লুক। এর স্পোর্টিনেস একবার দেখলেই আপনার ভালো লাগবে। এছাড়া এতে রয়েছে মাসকুলার ফিউল ট্যাঙ্ক আর স্টাইলিশ টেইল লাইট। এতে ব্যবহৃত ফিচার্স আপনাদের কাজে লাগবে। সুরক্ষার জন্য এই বাইকে ABS ব্যবহার করেছে কোম্পানি। এই বাইকে হালকা ক্লাচ রয়েছে। ফলে বারবার গিয়ার বদলাতে আপনার কোন সমস্যা হবে না। এই বাইকে একাধিক রঙের বিকল্প রয়েছে।
Yamaha MT 15: ফিচার্স
সবার প্রথমে আমরা এই স্পোর্টি ও স্টাইলিশ লুকের স্ট্রিট বাইকের ফিচার্স সম্পর্কে কথা বলব। এই বাইকে এলইডি প্রজেক্টর লাইট, এলইডি হেডলাইট ও এলইডি টেইল লাইটের সুবিধা রয়েছে। এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি সহ ইন্সট্রুমেন্ট কনসোল সিস্টেম এই মডেলে যুক্ত রয়েছে। এতে আপনারা কল এলার্ট, এসএমএস এলার্ট ও ইমেইল এলার্টের মত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। ফলে বাইক চালানোর সময় বারবার বাইক থামিয়ে আপনাদের ফোন দেখতে হবে না।
Yamaha MT 15: ইঞ্জিন
এই বাইকে 155cc-র লিকুইড কুল্ড শক্তিশালী পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 18.4 Ps শক্তি ও 14.2 Nm টর্ক উৎপাদন করতে পারে। প্রতি লিটার পেট্রোলে Yamaha MT 15 প্রায় 55 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Yamaha MT 15: দাম
দামের কথা বলতে গেলে, এই বাইকের দাম 1 লাখ 65 হাজার 400 টাকা। কিন্তু সবাই এই টাকা একবারে দিতে পারে না। তাই কোম্পানি নিয়ে এসেছে দারুণ একটি ফাইনান্স প্ল্যান। মাত্র 20 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই বাইকটি বাড়ি আনতে পারবেন। আর বাকি টাকা শোধ করতে 3 বছরের জন্য প্রতি মাসে 5 হাজার 858 টাকা করে কিস্তি জমা করতে হবে।